দুটি ছড়া । শকুন্তলা চৌধুরী
জন্ম কলকাতায়, বড় হয়েছেন বি. ই. কলেজ ক্যাম্পাসের প্রফেসরস্ কোয়ার্টারে। পড়াশোনা কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিয়ে এবং তথ্যবিজ্ঞানে পিএইচডি করার সূত্রে বিদেশগমন। কর্মসূত্রে বর্তমানে পরিবারসহ আমেরিকার মিশিগান প্রদেশের বাসিন্দা। ছোট বয়স থেকেই লিখতেন। মধ্যবর্তীকালে বহুদিন বন্ধ থাকলেও, সম্প্রতি কাজের ফাঁকে আবার লেখা শুরু করেছেন।এই চার-পাঁচ বছরেই ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা ও বাংলাদেশের বহু পত্রিকায় প্রকাশিত হয়েছে শকুন্তলার কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস — সানন্দা, বাংলালাইভ, বাংলা ওয়ার্ল্ডওয়াইড, সাহিত্যকাফে, বাতায়ন, ইরাবতী, পরবাস, SETU ইত্যাদি তাদের মধ্যে কয়েকটি নাম। শকুন্তলার লেখা কবিতাকে গানের ভিডিও হিসাবে পরিবেশন করেছেন শ্রীকান্ত আচার্য, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, কায়া ব্যাণ্ড। ২০২২-এ প্রকাশিত শকুন্তলার উপন্যাস যাদব–কন্যা পাঠকমহলে অত্যন্ত সমাদৃত হয়েছে – সাপ্তাহিক বর্তমান বইটির একটি সমালোচনা প্রকাশ করেছেন ২৯শে জুলাই, ২০২৩ সংখ্যায়। ২০২৩-এর পুজোয় প্রকাশিত হয়েছে শকুন্তলার নতুন সামাজিক উপন্যাস অহল্যার চিঠি – বইয়ের ভূমিকাতে লেখিকা ও তাঁর লেখা নিয়ে শ্রী অশোক বিশ্বনাথন্ একটি সুন্দর আলোচনা করেছেন।