| 27 জানুয়ারি 2025
Categories
ছড়া সংখ্যা ২০২২

দুটি ছড়া । শকুন্তলা চৌধুরী

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
নববর্ষ
 
মনখারাপের চৈতী বিকেল,
হঠাৎ নিঝুম রাত…
বল্ দেখিতো — বৈশাখীতে,
কি তোকে দিই আজ?
 
এপার ওপার উজান-ভাঁটি —
মধ্যে হারায় আমের আঁটি,
বনপলাশী, মাতাল কোকিল,
‘নক্মীকাঁথার মাঠ’….
 
তবু থাকে বন্ধ মুঠি,
স্বপন-দোলা, জীয়ণ-কাঠি,
একূল-ওকূল দুকূল বাওয়া
জীবনতরীখান্ ৷
 
তোকে দিলাম স্মৃতির চাবি –
কাণাকড়ির ডোর,
সামলে রাখিস্ – পরশপাথর…..
রাতকে করে ভোর ৷৷
 
 
 
 
 
উজান
 
চল্ হাঁটি সেই পথে
তুই আমি এক সাথে —
 
কাশবনে ফুল কতো
হাত নাড়ে, দোল্ দোলে…
ডুব মারে কাঁচ জলে
মাছ-ধরা বক যতো ।
 
যূঁই ফুলে ঠায় ব’সে
ঝিম্-ধরা ঐ অলি —
তুই আমি একসাথে
চল্ আবার সেই গলি ।
 
মাছরাঙা নীল ডানায়
মুখ তুলে পথ জানায় —
 
চল্ হারাই সেই বনে
নাকছাবির পথ চিনে…..
হলুদ-রঙা ফুল-তোলা
সকাল, নাকি সাঁঝবেলা ?
 
পথ, পাখী, ফুল ডাকে –
চল্ এগোই ঐ বাঁকে —
চল্ হাঁটি চল্ হাঁটি
বন পেরোই মাঠ কাটি —
 
পথপাশের গাছ যতো
হাত নাড়ে হাত নাড়ে…
তুই আমি একসাথে
যাই দূরে যাই দূরে ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত