| 27 জানুয়ারি 2025
Categories
ছড়া সংখ্যা ২০২২

পান্তা ইলিশ । সুশান্ত কুমার রায়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
পান্তা ইলিশ
 
ইলিশ এখন কোথায় পাই
পান্তা আছে-ইলিশ নাই,
নেই স্বাদ সেই ঘ্রাণ
মুখেই শুধু ইলিশ নাম।
 
পান্তা-ইলিশে বোশেখ ভোজ
তাই চলছে ইলিশের খোঁজ,
হাট-বাজার, পথে-ঘাটে
চলছে আরও নদী তটে।
 
মিলছে যদিও-সাধ্য নাই
গগন-চুম্বী দাম তাই,
আসুন, শুটকি মরিচে পান্তা খাই
কারণ উপায় যে নাই।
 
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত