| 10 মে 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: খুলিতে হাসপাতাল: বড়ইওয়ালা বাসা । জুয়েইরিযাহ মউ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

আমাদের বড়ইওয়ালা বাসা ডিঙিয়ে যাওয়া সন্ধ্যায়

একটা জোনাকী প্রায় ঢুকে পড়তো অন্ধকার ড্রইংরুমে।

বাড়ির মেয়েরা তখন ব্যস্ত নাস্তার আয়োজনে,

পুরুষেরা উদম গা নিয়ে তালপাতার বাতাস খাচ্ছে।

লোডশেডিং এ পড়াশোনা ছেড়ে উঠে গিয়ে আমরা

বাজ্ঞা ধরতাম বোতলে… সবুজ ঘাসফড়িং …

সমস্ত বাজ্ঞা মরে পড়ে থাকতো পরের দিন সকালে।

এখনো বিষণ্ণ সন্ধ্যায় বসে বসে ভাবি

সেইসমস্ত বাজ্ঞাদের কাছে মাফ চাওয়া যায় কী করে?

error: সর্বসত্ব সংরক্ষিত