| 28 এপ্রিল 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: সংকেত কিংবা সংকেত নয় । নীলাদ্রি দেব

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট



১.
মোমের শিখা নড়ে যাচ্ছে
চোখে বালি গেঁথে গেলে
যতবার বুজে আসে
তার আগে দেখা হবার কথা ছিল

২.
দূর কখনও কাছে চলে আসে
উল্টোটাও
মাইলফলক গলে যাচ্ছে, ভীষণ রোদ
ক্লাইমেট চেঞ্জ একটা বাহানা

৩.
জলতল নামছে
এর মানে এটা নয় যে
আমাদের হাতে কোন ছিপ নেই
কিংবা ঠোঁটে তীক্ষ্ণ ক্ষত

৪.
ঘুরছে বাতাস, বাতাস ঘুরছে কি!
হাওয়ামোরগ অক্ষের উপর তিনশোষাট
ঘুড়ির ওঠানামা, নির্ভেজাল কেটে যাওয়া
ছেঁড়া গাছের কার্নিশে আটকে থাকছি

error: সর্বসত্ব সংরক্ষিত