শারদ অর্ঘ্য কবিতা: পাশে কেউ দাঁড়ালে মুহূর্তে ছোট হয়ে যাই
১
পাশে কেউ দাঁড়ালে মুহূর্তে ছোট হয়ে যাই
চোখ তুলে দেখি সূর্য তাকে আগেই স্পর্শ করেছে
মেঘও স্পর্শ করেছে
বাতাসও
#
তাকে
আরও একটু সুন্দর লাগে
চরিতার্থও
একটু বেশি প্রফুল্ল, একটু বেশি শীত, বর্ষা
আরও বেশি বই, ছবি, গান, লেখাপত্তর
#
পাশে কেউ দাঁড়ালে নিজে তৃণাদপি সুনীচ নিমেষেই
তৃণ অর্থে ঘাস
ঘাস, শ্যাম হয়, অশ্যামও সময়ে
সময়ে একটি–দুটি তুচ্ছফুল
সময়ে
দুগ্ধবতী গাভীদের বড় বেশি প্রয়োজনীয়
২
না বলতে বলতে দেয়ালে পিঠ
বাঘনখ দেয়ালের পিঠে
#
অসম্মান করার জন্যে কেউ সেভাবে কাদা ছিটনো বেছে নেয় না
কাদা আর কাঁদা যখন মিলেমিশে
সরাসরি ঘাসের ভেতর
সাপের চলা
স্পষ্ট
#
না বলতে বলতে নিজস্ব দীপ হঠাৎ একদিন হয়রান ভয়ে
তেমাথায় বাতাসগুলির যে দিকটি ভাল লাগে
অনেকদিনের পরে খানিক গেলেই
নরকঙ্কাল গলি
#
তাদের বাসি ছবি জ্যোৎস্না খুঁজে খুঁজে দেখায়
না বলব বলেই আমার জন্ম
না বলতে ভাল্লাগে না
একটুও
৩
প্রত্যেকটি শব্দ গঙ্গায় যমুনায় স্নান করিয়ে নিই
উদোম, অবাধ্য, হাতে পায়ে ধুলোময়লা
পথেঘাটে খেলা সেরে আসে
#
চায়ই না স্নান করতে, টেনে এক চড় কষাই , স্নান করাই
চুল আঁচড়ে দিই, ধোয়া জামা গায়ে দিয়ে বলি,
আয়নার সামনে যাও, দেখো
#
খিল খিল করে হাসে
গলা জড়িয়ে ধরে
তারপরই বলে
খিদে
#
খিদে বলে যে শব্দটা, কিছুতেই ভদ্র সভ্য করতে পারিনি
খুব গলা, চিৎকার
#
খিদে বলে শব্দটা বলে, অনাবৃষ্টির কাল, স্নানজল পাও?
কোথা পাও? কোত্থেকে পাও?
#
আমার শব্দগুলি অবশেষে গোল হয়ে দাঁড়ায়, দুঃখব্রতী মুখ
নিচু স্বরে বলে, তোর দেখছি চোখের জল
কিছুতেই ফুরোবার না
৪
সবকিছু মনে আছে, সব
গাছ বলছিল
সবকিছু মনে আছে, সব
মাটি বলছিল
#
রোদ ও বাতাস, জল ও জ্যোৎস্না, পাখিরাও
বলাবলি করছিল
এই নিয়ে
#
প্রবীরের মা বলল, মনে আছে
সিতাংশুর মা বলল, মনে আছে
ধীরেনদার বাবা বলল, মনে আছে
আশিসদার মেয়েও তাই বলল
#
পঞ্চাশ বছর
মিটিং মিছিল অবরোধ বন্ধ্
#
পঞ্চাশ বছর
ক্ষেতমজুরের বিষের তির ক্ষেতমজুরের চোখে
#
পঞ্চাশ বছর
ঘরবাড়ি ধানের ক্ষেত দাউ দাউ দাউ
#
খুনের পর খুনের পর খুনের পর খুন
ইউ এ পি এ
#
নদীর কাছে গিয়েছিলাম
#
নদী বলল,
সবকিছু মনে আসে, সবকিছু
৫
কিছু একটা ঘটছে
পিঠে আলো কিছু একটা খসে পড়ল
#
ভরসন্ধে, ভয় পেয়েছে গাছ
জড়সড় পাখিরা, পাখিরা কেউ গান ধরেনি
#
কিছু একটা ঘটছে
ফুল স্পিডে পাখা, আমি কেমন দরদর ঘামছি
#
শুনতে পাচ্ছ?
ডাকছে না, কুকুরগুলি কাঁদছে
#
আমরা ফের ভুল করলাম কোথাও
কবি