| 27 জানুয়ারি 2025
Categories
ছড়া সংখ্যা ২০২২

মেলায় যাই রে… । লুৎফর রহমান রিটন

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
 
 
চৈত্র শেষের রোদ ঝাঁঝালো
বৈশাখী সুর কে বাজালো?
ঝন্টু প্রীতম রুদ্র শাকের
শোন্‌ আবাহন এ বৈশাখের
আয় রে রবীন আয় রে ভোলা
চড়বি যদি নাগরদোলা
রোজারিও কৃষ্টিনা আয়
আলতা দিবি? তোর দুটি পা’য়?
আয় ফিরোজা আয় রে পারু
পড়বি যদি রূপোর খারু
চাইলে খেতে ক্ষির বাতাসা
পূর্ণিমা আয়, আয় নাতাশা
হলুদ বরণ মুড়কি খেতে আয় বড়ুয়া আয়–
রমনা বটমূলের মাঠের বৈশাখী মেলায়।
 
মাটির হরেক পুতুল পাবি
খই মুরালি কদমা খাবি?
চিনির হাতি চিনির ঘোড়া
অল্প দামেই পাবি তোরা
লক্ষ্মী সরা শখের হাঁড়ি
টিনের জাহাজ টিনের গাড়ি
তিলের নাড়ু পাটালি গুড়
তুলোর বুড়ো রবি ঠাকুর
নড়ছে মাথা টানছে হুঁকো
মাটির কুমির লম্বামুখো
চিত্রা হরিণ শাদা বুটি
ছোট্ট দুটি হাঁসের জুটি
বাঁশের বাঁশি পাতার বাঁশি
লাটিম লাটাই রাশি রাশি
ডুগডুগি আর নকশী পাখা
মুড়ির মোয়ার বিশাল ঝাঁকা
খেলনা ঢোলক শোলার পাখি
কিনবি নাকি? কিনবি নাকি?
 
বিচিত্র সব পিঠা পুলি
পাটের রঙিন ছিকাগুলি
সাজিয়ে রাখা সারি সারি
ফতুয়া আর সুতির শাড়ি
বেতের ডালা বেতের ঝুড়ি
বিচিত্র সব রঙিন ঘুড়ি
রেশমি চুড়ি কাঠের বালা
চন্দন টিপ পুঁতির মালা
বায়োস্কোপের বাকশো ভরা
রাজা রাণীর গল্প-ছড়া,
প্যাঁচা হাতি বাঘের মুখোশ দেখবি যদি আয়–
রমনা বটমূলের মাঠের বৈশাখী মেলায়।
 
বটমূলে ভোর বিহানে
হাজার শ্রোতা মুগ্ধ গানে
কথায় সুরে রবীন্দ্রনাথ
আলিঙ্গনে বাড়ায় দু’হাত
সূর্যোদয়ের লগ্নে শুরু
(প্রণাম তোমায় কবি গুরু)
ছায়ানটের গানের পাখি
ভালোবেসে বক্ষে রাখি
আবীর রাঙা পূবের আকাশ
জনারণ্য যেদিক তাকাস
জনস্রোতের প্রবল টানে
এদিকপানে ওদিকপানে
চল ছুটে যাই বন্ধু সুজন
সঙ্গে থাকুক রবির কুজন
বর্ণালি সব ফুলের রেণু মাখবি যদি আয়–
রমনা বটমূলের মাঠের বৈশাখী মেলায়।
 
চারুকলার ছাত্রছাত্রী
ক্লান্তিবিহীন দিবস রাত্রি
বানায় মুখোশ নানা মাত্রা
মঙ্গলের অই শোভাযাত্রা
বাজছে ঢোলক বাজছে বাঁশি
বাঙলা-কৃষ্টি অবিনাশী
বঞ্চনা আর কষ্ট ভোলায়
ঢাকের বাদ্যি ছন্দ দোলায়
ডাকছে চির নতুনেরে
আয় ছুটে আয় বাঁধন ছেড়ে
অশুভকে দু’পায় দলে
বকুলতলায় আয় রে চলে
শোভাযাত্রায় নেচে গেয়ে
সব বয়েসী ছেলেমেয়ে
করছে বাংলা বর্ষবরণ
উৎসবের এক অন্য ধরণ
অমঙ্গলকে হটিয়ে দিয়ে
সম্প্রীতিকে সঙ্গে নিয়ে
কী অপরূপ দৃশ্য-শোভা
চোখ জুড়ানো মনোলোভা
শোভাযাত্রায় শামিল হবি? আয় রে চলে আয়
চারুকলার সামনে থেকে রঙের মিছিল যায়…
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত