| 28 এপ্রিল 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: রাইকে হাওয়ায় লেখা চিঠি  । জুয়েল মাজহার

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

তোমারে পাইমুরাইআর কুনুদিন
না-পেয়েও পাইবার ইশারার মতো
?


না-বলা কথার তলে ফল্গু হেন
বোঁচা নাকে তিলসহ
ভুরুতে জরুলসহ
লীলালাস্যসহ আর অধরে মধুর হাসিসহ
?

তোমারে পাইমু, রাইআর কুনুদিন
লক্ষ্মীটেরা নয়ানে ঝিলিকসহ
গ্রীবার মোচড়সহ
হাওরের হাঁসিনীর মতো
?


তোমারে পাইমু
রাইআর কুনুদিন
কাউয়ালুলির ঝোঁপে
মিঞ্জিরিতলায়
—-বিহানে বৈকালে আর কালাঞ্জিবেলায়
?


তোমারে পাইমু
রাইশইট্টার বনে
গুদারার ঘাট থিকা অল্প দূরে গোপাটে-জাঙ্গালে
?

২.
আমরা কমু না কথা
থাকবে না আমাদের মুখে কুনু রাও

বোবা হয়া থাকব আর
বলব কথা না-বলা কথায়

হাওয়ায় লিখিয়া চিঠিওগো রাইতোমারে পাঠাই

৩.

লতি দিয়া শুটকি আর হিদলের ঝালের সালুন
উন্দালে রান্ধনকালে করো তুমি আমারে ইয়াদ
?

ইয়াদ করিয়া মোরে অহনো কি করো গুনগুন:
‘আমারে ফাউরিছো কেনে
ওরে ও নিঠুর কালা চান!’

৪.
একচোখ-কানা এক জখমিডানা ফেসকুন্দা পাখি
ঝিম মারা বৈকালেতে একা বইসা বাঁশের মাচায়

নিজের মর্মের গান গায় আর নিজেরে শোনায়

error: সর্বসত্ব সংরক্ষিত