| 27 জানুয়ারি 2025
Categories
ছড়া সংখ্যা ২০২২

নগরে নববর্ষ । সুমন বনিক 

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
দরজায় এসে টোকা মারে–শুভ নববর্ষ 
প্রাণে প্রাণে ছড়িয়ে যাক নতুন দিনের হর্ষ।
আচমকা আজ মনের ভেতর কে দিয়ে যায় দোলা
রং ছড়ানো নববর্ষ যায়-কী-রে-ভাই ভোলা!
চোখের পাতায় ভেসে ওঠে বৈশাখীর সেই মেলা 
টগবগিয়ে রক্তে জাগে বলির লাঠি খেলা।
মোয়া মুড়কি খাজা-গজা বিন্নি ধানের খই
এসব কী আজ যায় হারিয়ে? রঙিন সেদিন কই !
নগর জীবন চোখ রাঙিয়ে শাসিয়ে যায় ঘরে
দুধের স্বাদ ঘোলে মেটাও প্রাণটা নাও ভরে !
ঘরের মাঝে ঘাপটি মেরে মনটা রাখি বেঁধে 
উৎসবের সেই আমেজটা আজ গুমরে ওঠে কেঁদে।
নগর জুড়ে বেশ জমেছে নববর্ষের মেলা
মনের ভেতর কে বলে দেয়–পাতানো এক খেলা।
মাটির সানকি ভরে ওঠে ইলিশ পান্তা-ভাতে 
বাঙালি আজ খাঁটি হবে, উঠবে নাকি জাতে!!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত