| 13 মার্চ 2025
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা : সিলভিয়া প্লাথ হতে চেয়ে । কচি রেজা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আত্মহত্যা করলে তিরিশের আগেই 
যখন তীব্র মায়া, তীব্র চিরুনি প্রেম 
পরের যাপনে কেবল ব্যাংকের চেক, সঞ্চয় পত্রের কাগজ, ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট 
বহুবার আমি সিলভিয়া প্লাথ হতে চেয়ে চুল পুড়িয়েছি 
 
এখন আরশির মুখমন্ডলে সুক্ষ্ম দাগ 
পাকা ফলের মতন প্রশ্বাস 
বৃদ্ধি নেই, পতন বাঁচাতে পারিনা 
আত্মহত্যার মতন বড়ো কাজ তাই আর করতে পারিনা!
 
error: সর্বসত্ব সংরক্ষিত