| 6 অক্টোবর 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: একেলা ঝোরা । সুনীতি দেবনাথ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

পাহাড়ে এলোমেলো অরণ্য ছায়ে
আলোছায়ার আলপনায় একেলা ঝোরা
তুমি রোদনে ভেসে যাও
তোমার দুপায়ে বাজে অনন্তের ঘুঙুর ঝুমঝুম
সারাটি দুনিয়া কান পেতে থাকে রাতদিন
অশ্রুতপূর্ব সে ধ্বনি শোনার প্রত্যাশায়
হলুদ হলুদ পাখিরা গান থামিয়ে
একতানমনা সে ধ্বনি শোনার আশায়
যেখানে ঝাঁপ দাও তুমি পাথর শয্যায়
ফেনিল আক্রোশে ছড়িয়ে পড়ো
দুপুর রোদে আকণ্ঠ তৃষ্ণায় চিত্রল হরিণ
জলপান করতে এসে বাঘের থাবায় শুয়ে পড়ে
তার উষ্ণ রক্তস্রোতে রক্তিম তুমি
উদাসী বিবশ ভেসে যাও নিরুদ্দেশে
রক্তের উত্তরীয় শরীরে জড়িয়ে আশ্লেষে
মানুষের সংসারে আজ এমনি রক্ত স্বাদ
খাদ্যখাদক সম্পর্ক ঔদাসীন্যে গিলে ফেলে
রক্ত বইছে তোমার সাধের ঘরে জ্বলছে আগুন
ঝলসানো শরীরের ক্ষুধা তবু দাউদাউ
বিকৃত মুখে রক্তের স্বাদ নোনতা

error: সর্বসত্ব সংরক্ষিত