| 1 সেপ্টেম্বর 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: স্বপ্নের ভিতর । সৈয়দ কওসর জামাল

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

স্বপ্নের ভিতরে বৃষ্টি পড়ে

বিপর্যস্ত প্রবাস উড়ানে ডানা ঝাপ্টায় পাখিরা

জীবনের খানাখন্দ ভরে ওঠে সৌন্দর্যে, বিপুল গরিমায়

যত উজ্জ্বলতা ধরা পড়ে চোখে, তত ক্ষয় ভিতরে ভিতরে

এই ভয়ে যারা নিজেদের রুদ্ধ করেছিল, বেরিয়ে এসেছে

বাইরে কঠিন ভাবলেশহীন মুখ করে চেয়ে থাকি দূরে

বৃষ্টি যদি প্রণয়দর্শন তবে কে কাকে দেখাবে পাঠ হৃদয়ের

এমন জল্পনা থেকে অধিবিদ্যা, মরমিয়া কাব্যরীতি শিখি

অপার্থিব আলোর প্রতীক হয়ে জ্বলে অঙ্গরাগ

স্বপ্নের ভিতরে দেখি জন্মান্তর, মায়ার প্রলেপ

একহাতে তৃষ্ণা, আর অন্যহাতে সুধাভাণ্ড তুমিও এসেছ                               

স্বপ্নের ভিতরে তুমি চেয়েছিলে প্রিয় যুবকের অভিলাষ

পরিবর্তে এই বিধিলিপি, রাত্রি এসে পরিমাপ করে যায়

                         আলো চুঁইয়ে পড়া ছিদ্রগুলো

error: সর্বসত্ব সংরক্ষিত