অমর একুশের বিশেষ অনুষ্ঠান ভাষার হালচাল
আগামিকাল ২১শে ফেব্রুয়ারি ২০২১, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিকে স্মরণ করে শিশুদের সংগঠন ’প্রজাপতির মেলা’ আয়োজন করেছে অমর একুশের বিশেষ অনুষ্ঠান ”ভাষার হালচাল”।
অনুষ্ঠানে সমকালীন বাংলাভাষার চলন নিয়ে আলোচনা করবেন ঢাকা থেকে কবি, লেখক ও গবেষক ড. শোয়াইব জিবরান, পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তুষার পটুয়া এবং আবৃত্তি পরিবেশন করবেন কলকাতার শ্রোতাপ্রিয় বাচিকশিল্পী নন্দিনী লাহা সোম। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন চন্দ্র তাপস।
তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “লিখার বা বলার সময় যেন সঠিক বানান এবং উচ্চারণের দিকে খেয়াল রাখি তবেই ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ পাবে।

বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।