| 2 সেপ্টেম্বর 2024
Categories
খবরিয়া

আজ চৈত্র সংক্রান্তি

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

।।দীপংকর চন্দ।।

 

জ্যোতির্বিজ্ঞানীদের মতে সৌর-মাস নির্ধারিত হয় সূর্যের গতিপথের ভিত্তিতে। সূর্যের ভিন্ন অবস্থান নির্ণয় করা হয় আকাশের নির্দিষ্ট কিছু নক্ষত্রের স্থানিক বিচারে। প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা সূর্যের বার্ষিক অবস্থান অনুসারে আমাদের দৃষ্টিপ্রত্যক্ষের আকাশকে ১২টি ভাগে ভাগ করেছিলেন। একেকটি ভাগকে তাঁরা অভিহিত করেছিলেন ‘রাশি’ হিসেবে। আর ১২টি রাশির সমন্বয়ে পূর্ণ আবর্তন চক্রের নাম দিয়েছিলেন় ‘রাশিচক্র’।

সূর্যের বার্ষিক অবস্থানের বিচারে, সূর্য কোনো না কোন রাশির ভিতরে অবস্থান করে।এবং পরিক্রমণরীতি অনুসারে, সূর্য যখন একটি রাশি থেকে অন্য রাশিতে যায়, তখন তাকে ‘সংক্রান্তি’ বলা হয়।

এক সৌর বছরে ১২টি সংক্রান্তি পাওয়া যায়। একেকটি সংক্রান্তিকে একেকটি মাসের শেষ দিন হিসেবে গণ্য করা হয়।

বাংলা একাডেমী সংস্কারায়িত বর্ষপঞ্জি অনুযায়ী আজ চৈত্র মাসের শেষদিন।

আজ চৈত্র সংক্রান্তি।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত