| 27 জানুয়ারি 2025
Categories
উৎসব সংখ্যা ১৪৩১

উৎসব সংখ্যা: অদিতি বসুরায়’র কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

আগুন ও শিউলির দিন

 

বর্ষা শেষের সকালে যে সব ফুল ফোটার কথা ছিল,

এখন তারা শ্মশান অভিমূখী।

তারা খসে গেছে বলে, শূন্য শিউলিতলায়

একা বসে দুর্গা চোখ মোছেন। হিমহীন রাতে

কারা সব মণ্ডপ সাজায়- ডাকসাজ, হোমানল পেরিয়ে

মহিষাসুরমর্দিনী এগিয়ে যান এক বিষণ্ণতর পথের দিকে

                  সেখানে সামগানে আগুন ফোটে

সেখানে তুলসীগাছের পাশে, একাকী পিতা অস্ত্রের টুকরো জড়ো করেন

মশাল থেকে মহাকাশ পর্যন্ত ছড়িয়ে যায় আর্তনাদ 

একশো আটখানা পদ্ম, সহস্র টুকরোয় ছিন্ন হতে থাকে

শরত পথ হারায়

জলে-স্থলে কেবল ইস্তাহার জেগে থাকে এখন

এখন বাতাসে কেবল বারুদের গন্ধ

ধূপ-ধুনো জ্বলে না আর – ঘুমহীন, দীর্ঘ রাতে বারবার মনে পড়ে,

চোখ থেকে জল নয় – রক্ত নেমেছিল।

 

সমস্ত পুষ্পদল, শঙ্খধ্বনি ম্লান হয়ে যায় মেয়ের শোকে –

 

 

 

error: সর্বসত্ব সংরক্ষিত