আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
একটি ইঁদুর পেরিয়ে এল মাঠ
ভুতুম যখন সান্ধ্য অবকাশে
উদাসী পথ রূপসী তল্লাট;
পালিয়ে এল অনুরাগের ত্রাসে।
.
মার্জারীটির কল্লোলিনী ব্রীড়া-
লাস্যে কাঁপে একটি পেঁচকমন
বালকজীবন কমিক মিতাক্ষরা
ইঁদুর, তোর কি প্রীতির প্রয়োজন?
.
ব্রাত্য সময় ঝিমোয় পাঠাগারে
করাতকলে স্বেচ্ছাসেবী উই
সুরভিত বাক্য আবিস্কারে
টুকরো কাগজ জুড়বে আঠা-সুঁই।
.
বটের পাতায় আঁধার জমে গেলে
অপেক্ষা কি বেড়ালমনের ডুব?
কুপিবাতি পাঠ্যবইকে ফেলে
বালক মিছেই ভাবল বিশ্বরূপ।
.
মৌন রাতটি দীর্ঘতম হলো
প্রথম চিঠি তৃতীয় শব্দে শেষ!
ধূসর পালক রোমাঞ্চে চমকাল
ঘুমিয়ে তখন সোনার বাংলাদেশ।
.
দূতিয়ালি তদবিরে কাজ হবে?
ইঁদুর তবু ফিকে অবিশ্বাসে
দুই শিকারীর প্রণয়সম্ভবে
জীবনানন্দ অশ্রুজলে হাসে।
ঋষিণ দস্তিদার।
জন্ম ১৩ জুলাই ১৯৭৫। জন্মশহর চট্টগ্রাম।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বক্ষব্যাধি মেডিসিনে স্নাতকোত্তর; পেশায় বিশেষজ্ঞ চিকিৎসক। বর্তমানে চট্টগ্রামে কর্মরত।