| 5 ফেব্রুয়ারি 2025
Categories
উৎসব সংখ্যা ১৪৩১

উৎসব সংখ্যা: অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য ’র কবিতা 

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

মানুষ কখনো বিরহ পোষে না

 

কংসাবতীর অপুষ্ট বুকের উপর দিয়ে

হাঁটতে হাঁটতে খোঁজ করছি প্রেমিকের

আধো অন্ধকারে তলিয়ে যাচ্ছি চোরাবালিতে

প্রেমিক তখন মগ্ন তিলোত্তমার ছবি আঁকতে

কংসাবতীর আগোছালো নুড়িপাথরে স্মৃতি জড়ানো থাকে না

কংসাবতী বিরহ জানে না, নগ্ন বুকে রেখে দেয়  

শ্যাওলা,নর্দমা,ভেসে আসা কোনো গাঁয়ের বধূর নীল শাড়ি

দেহ ভেসেছে আরও দূরে ,নয়ত টার্বাইনে আঁটকে  

মনের খোঁজ করেনি কেউ,করে না কেউ

কংসাবতী শুধু তুমি নও

মানুষ কখনো বিরহ পোষে না ।।

 

 

দূরত্ব

 

আজকাল খুব কম কথা বলি

কথা জমে কখন পাহাড় হয়েছে জানি না

পাহাড় ভাঙা সহজ নয়

বরং পাহাড় পিছনে রেখে

নদীর দিকে এগিয়ে যাও

গা ভাসিয়ে দাও

আজকাল কথারা নদীতে ভাসে না

পাহাড় আর নদীর দূরত্বটা ঝর্ণা মাপতে পারে না ।।

 

 

পাতাল প্রবেশের আগে …

 

শেষ রাতের তারাদের বলেছিলাম

আমার নিষিদ্ধ রাত্রি যাপন

নির্দ্বিধায় স্মৃতি পুরিয়ে ছিলাম অগোচরে

বান এসেছিল মরা নদীর বুকে

আমি তখন বেহেস্তের নুর

পাতাল প্রবেশের পবিত্রতা চাইনি আমি

                  ঠিক তখনই গির্জার ঘণ্টা বেজে উঠেছে

                  আজানের সুরে ঘুম ভাঙছে পৃথিবীর

                  মন্দিরে জেগে উঠছে পঞ্চ সতী

                  তবুও ভাঙন ঘুমিয়ে থাকে নিঃশব্দে।।   

                           

 

 

 

  

error: সর্বসত্ব সংরক্ষিত