Categories
অবশেষে অরুন্ধতী রায়ের অনুষ্ঠান শুরু
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
প্রথম দফায় ফার্মগেটের খামারবাড়ির কৃষি ইন্সটিটিউশন মিলনায়তনে অরুন্ধতীর আলোচনা অনুষ্ঠান পুলিশ বাতিল করলেও সন্ধ্যা ৬টায় মাইডাস সেন্টারে করার সিদ্ধান্ত ছিলো ছবিমেলা কতৃপক্ষের কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই শোনা যায় মাইডাস সেন্টার এখানেওও অনুষ্ঠানটি বাতিল করেছেন। সকল সমস্যার সমাধান করেই মাইডাস সেন্টারেই আলোচ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। অরুন্ধতী রায় বলছেন নিজের জীবন, কর্ম এবং তাঁর বই নিয়ে। বিশেষ সুত্রের বরাত দিয়ে জানা গেছে অরুন্ধতীর বক্তৃতার মাঝখানে বারবার শব্দযন্ত্রের সমস্যা হচ্ছে।
