
সুদেব ভট্টাচার্য
জন্ম ১৯৯২ সালের কলকাতা শহরে। ২০১৬ সালে বি.টেক পাশ করে বর্তমান একটা বহুজাতিক সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। শখে লেখালেখি করেন। এই অবধি সুদেবের তিনটে বই প্রকাশিত হয়েছে। দ্য ক্যাফে টেবল থেকে "বেহেস্ত দোজখের মাঝখানে", খোয়াবনামা থেকে " গুপ্তজ্ঞান" এবং অরণ্যমন থেকে "অলীক ত্রয়োদশ"।
এছাড়া সুদেব ভালোবাসেন পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতে, আড্ডা দিতে ও সিনেমা দেখতে।
