ভোটের মুখে বিজেপির প্রচারে এ বার গান বাঁধলেন গেরুয়া শিবিরের গায়ক-মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাংলাভাষী, বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে নির্বাচনী প্রচারের জন্য বাবুল সুপ্রিয় মুম্বইয়ের স্টুডিয়োতে নতুন গান রেকর্ড করলেন। এই গানের মধ্যে দিয়ে সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের পরিবর্তে এ বার পদ্মফুল ফুটবে বলে আশা করছেন বাবুল।
গানে বলা হয়েছে, রাজ্যে ‘সিন্ডিকেট-রাজ’, ‘চপশিল্প’ ছাড়া কোনও শিল্প আসেনি। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে টেবিলের তলায় মাথা লুকোয়, এই ছবিও গানে বলা হয়েছে। ‘ফুটবে এ বার পদ্মফুল/আর নয় তৃণমূল’-এর মতো লাইন রয়েছে গানে। ‘চাষির ছেলে শুধুই কি চাষ করবে’, ছোড়া হয়েছে এমন প্রশ্ন। গানের কথা অমিত চক্রবর্তীর। সুর দিয়েছেন ও গেয়েছেন বাবুল নিজে। বাবুল বলেছেন, ‘প্রার্থী ঘোষণা হয়নি ঠিকই। কিন্তু তার আগে বিজেপির থিম সং তৈরি।’