| 7 অক্টোবর 2024
Categories
কবিতা সাহিত্য

গুচ্ছ কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

পান্থ

এখনো

রাত্রি কুড়োয় মৃত্যু মাতৃক্রোড়ের

ক্ষিপ্র হায়না অন্ধকার চুপিসারে করে রক্তমাংস চর্বণ

শিশিরে শিশিরে বিলাপ

পাতায় পাতায় আত্মনগ্ন বিজ্ঞাপন।

 

আত্মমগ্ন, একাকী

পার্কের বেঞ্চ

বিষ্ঠার নকসা আঁকা

হৃদয় নিয়ে বৃষ্টির চাতক।

 

নীলকন্ঠ পলাতক।

 

বানভাসি বিষ তাই

 

যদি দেখতে  চাও

 

চোখ খুললেই নবদিগন্তের হদিস

সফেদ শিকল ভেঙে ফেললেই নতুন পথের কুর্নিশ পাহাড়ে

 

পাহাড়ে গুঞ্জন। যদি শুনতে চাও

 

সাড়া দাও

উন্মত্ত নদীপথ জল জঙ্গল তরল গরল

 

সময় এখন নীল নীল নাভিশ্বাস 

শ্রাবণ আকাশে

 

রিক্ত, ক্ষিপ্ত, ঋতুসিক্ত

প্লাবন। নাগপাশে।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

রিক্ত

নিকষ আঁধারে স্ফটিক ছুলে জ্বলে ওঠে আলো

সবুজ স্পর্শে থেমে যায় রক্তক্ষরণ।

 

আমৃত্যু, অকারণ।

 

এক পাহাড় ছেলেবেলায়,

নতুন পৃথিবীর প্রতিটি শিশির কণায়,

ঘাসে ঘাসে

স্ফটিক জ্বলে;

থেমে যায় রক্তক্ষরণ

জাদুস্পর্শে।

 

অবিরাম গল্প বোঝাই

সাঁঝের ঝুলি। হরেক রঙের

বর্ণপরিচয়।

 

একরাশ অভিমান, বকাঝকা

অনেক বিরোধ;

 

আকাশ ভরা নীলাভ আদর

এক কোল নিশ্চিন্ত ঘুম

এক সমুদ্র চোখের জল,

একটি মা।

 

 

রক্তবীজ পরশুরামের কুঠার।

নিত্য প্রজনন।।

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

Alzheimer’s

শিকড়-প্রাচীন          

গ্রন্থ

শহর হয়ে যাওয়া        শালবন

শেষ দেবদারুর          হৃদয়ের

অনাথ শৈশবের          

ভুলে যাওয়া            স্বপ্নের   

ফিরে পাওয়া           শিউলি-হাসির

অচিন চেনা            আকাশের                  

ঝাউবনের             ছেঁড়া কবিতার

শিকড়-প্রাচীন           ইস্কুলবাড়ির

 

গন্ধ

 

সে।।

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

অচ্ছুৎ

আমরা বহুভাষি এক

 

নিপাৎ যাওয়া হৃত্পিণ্ডের

বহুল্ খণ্ডিত ছত্রাক

 

যেখানে সেখানে গজিয়ে উঠি

কদর্য ধুলো বালি নোংরায়

স্কন্ধকাটা মহীরুহের মস্তিস্কে

পচন ধরা মৃত চিন্তার

চামড়ায়

 

বিষাক্ত আমরা

আমরা যে ভীষণ

 

আমাদের ছুঁয়ে

কিনে নাও

 

তোমাদের

Hallucination ।।

 

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত