পান্থ
এখনো
রাত্রি কুড়োয় মৃত্যু মাতৃক্রোড়ের
ক্ষিপ্র হায়না অন্ধকার চুপিসারে করে রক্তমাংস চর্বণ
শিশিরে শিশিরে বিলাপ
পাতায় পাতায় আত্মনগ্ন বিজ্ঞাপন।
আত্মমগ্ন, একাকী
পার্কের বেঞ্চ
বিষ্ঠার নকসা আঁকা
হৃদয় নিয়ে বৃষ্টির চাতক।
নীলকন্ঠ পলাতক।
বানভাসি বিষ তাই
যদি দেখতে চাও
চোখ খুললেই নবদিগন্তের হদিস
সফেদ শিকল ভেঙে ফেললেই নতুন পথের কুর্নিশ পাহাড়ে
পাহাড়ে গুঞ্জন। যদি শুনতে চাও
সাড়া দাও
উন্মত্ত নদীপথ জল জঙ্গল তরল গরল
সময় এখন নীল নীল নাভিশ্বাস
শ্রাবণ আকাশে
রিক্ত, ক্ষিপ্ত, ঋতুসিক্ত
প্লাবন। নাগপাশে।
রিক্ত
নিকষ আঁধারে স্ফটিক ছুলে জ্বলে ওঠে আলো
সবুজ স্পর্শে থেমে যায় রক্তক্ষরণ।
আমৃত্যু, অকারণ।
এক পাহাড় ছেলেবেলায়,
নতুন পৃথিবীর প্রতিটি শিশির কণায়,
ঘাসে ঘাসে
স্ফটিক জ্বলে;
থেমে যায় রক্তক্ষরণ
জাদুস্পর্শে।
অবিরাম গল্প বোঝাই
সাঁঝের ঝুলি। হরেক রঙের
বর্ণপরিচয়।
একরাশ অভিমান, বকাঝকা
অনেক বিরোধ;
আকাশ ভরা নীলাভ আদর
এক কোল নিশ্চিন্ত ঘুম
এক সমুদ্র চোখের জল,
একটি মা।
রক্তবীজ পরশুরামের কুঠার।
নিত্য প্রজনন।।
Alzheimer’s
শিকড়-প্রাচীন
গ্রন্থ
শহর হয়ে যাওয়া শালবন
শেষ দেবদারুর হৃদয়ের
অনাথ শৈশবের
ভুলে যাওয়া স্বপ্নের
ফিরে পাওয়া শিউলি-হাসির
অচিন চেনা আকাশের
ঝাউবনের ছেঁড়া কবিতার
শিকড়-প্রাচীন ইস্কুলবাড়ির
গন্ধ
সে।।
অচ্ছুৎ
আমরা বহুভাষি এক
নিপাৎ যাওয়া হৃত্পিণ্ডের
বহুল্ খণ্ডিত ছত্রাক
যেখানে সেখানে গজিয়ে উঠি
কদর্য ধুলো বালি নোংরায়
স্কন্ধকাটা মহীরুহের মস্তিস্কে
পচন ধরা মৃত চিন্তার
চামড়ায়
বিষাক্ত আমরা
আমরা যে ভীষণ
আমাদের ছুঁয়ে
কিনে নাও
তোমাদের
Hallucination ।।
চাকুরিজীবী। কাজের খাতিরে বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সে করেছেন ক্ষুণ্ণিবৃত্তি। আসল নেশা তবলা এবং গান। জীবনানন্দের পর প্রিয় কবিদের তালিকায় মূলত সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, T.S. Elliot, Wallace Stevens, Forrest Gander, Ranjith Hoskote প্রমুখ। ভালো লাগে রনজিৎ দাশেরও কিছু কবিতা।