| 2 সেপ্টেম্বর 2024
Categories
খবরিয়া চলচ্চিত্র বিনোদন ভ্রমণ সিনেমা

বলিউডের সেই ছবির মত গ্রাম

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

সিনেমার কল্যাণে কেবল পর্দার সামনে বসেই গোটা বিশ্বই ঘুরে ফেলা যায় খুব সহজে। অসাধারণ এই দৃশ্য গুলো মনের ভেতরে উসকে দেয় এসব জায়গায় ভ্রমণের ডানা। হিন্দি সুপারহিট সব ছবিতে এমন অনেক গ্রাম দেখানো হয়েছে যা আপনার ভ্রমণের গন্তব্য হতেই পারে। তেমনই কয়েকটি গ্রামের সন্ধান দেব আজ।

চাম্বা:

ভারতের সিনেমায় বহুল ব্যবহৃত দর্শনীয় কিছু স্থান

ঐশ্বরিয়া রাইয়ের ব্লকব্লাস্টার ছবি ‘তাল’ এর কথা নিশ্চয়ই মনে আছে। ছবির টাইটেল গানে মন ভাল করে দেয়ার মত প্রাকৃতিক দৃশ্যও চোখে পড়েছিল নিশ্চই। সেটি আসলে ভারতের হিমাচল উপত্যকার চাম্বা এলাকা। ঝুম বৃষ্টির মধ্যে ঐশ্বরিয়ার ‘তাল সে তাল মিলা’ নাচ, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আজও চোখের সামনে ভাসে। অভিনেত্রীকে না দেখা গেলেও স্নিগ্ধ প্রকৃতির টানে ঘুরে আসতে পারেন ভারতের চাম্বা।

চরণপুর:

ভারতের সিনেমায় বহুল ব্যবহৃত দর্শনীয় কিছু স্থান

শাহরুখ খান অভিনীত স্বদেশ সিনেমাটা পুরো বিশ্বে জুড়েই  সাড়া ফেলে দিয়েছিল। সেখানে নাসার বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করা শাহরুখ ছিলেন আসলে একটি ছোট্ট গ্রামের সাধারণ পরিবারের ছেলে। ভারতের মহারাষ্ট্রের মহাবালেশ্বরের চরণপুরে হয়েছিল এই ছবির শুটিং। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে চরণপুরের কদর আরও বেড়ে যায়। এখানে দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য সুন্দরভাবে সাজানো বিভিন্ন মন্দির, মেনাবলি ঘাট ইত্যাদি।

বাদামি:

ভারতের সিনেমায় বহুল ব্যবহৃত দর্শনীয় কিছু স্থান

নিজের ছবি গুরুর শুটিংয়ের জন্য কর্ণাটকের এই গ্রামকেই বেছে নিয়েছিলেন পরিচালক মণি রতনম। ছবি তো সুপারহিট হয়েই ছিল, সেই সঙ্গে এই গ্রামটিও জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। এই গ্রামের প্রাচীন মন্দিরগুলিই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু। ঐশ্বরিয়া ও অভিষেক অভিনীত সিনেমাটিতে গ্রামের সৌন্দর্যেই কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল অসাধারণ ভাবে।

আভানেরি:

ভারতের সিনেমায় বহুল ব্যবহৃত দর্শনীয় কিছু স্থান

শাহরুখ খানের আরও একটি সুপারহিট ছবি পহেলি সিনেমার শুটিংয়ের স্থান হল ভারতের দৌসা জেলার আভানেরি। স্থানীয় লোককাহিনী অবলম্বনে তৈরি হয়  সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি ছিলেন বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন এবং রানি মুখোপাধ্যায়। ভারতের জয়পুর থেকে ৯৭ কিলোমিটার দূরের এই গ্রামে মাটির গন্ধের টানে ছুটে আসেন পর্যটকরা। রাজস্থানি ভাষা, খাবার-দাবার, পোশাক আশাকে রাজপুত ঘরানার স্বাদ গ্রহণের উপযুক্ত স্থান এটি।

বুদবুদা:

ভারতের সিনেমায় বহুল ব্যবহৃত দর্শনীয় কিছু স্থান

শাহরুখ খান ও ইরফান খান অভিনীত বিল্লু বারবার ছবিটির বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়েছিল ভারতের তামিলনাড়ুর পোলাচি গ্রামে। সেই গ্রামেরই বুদবুদা এলাকাটি নজর কেড়েছিল প্রায় সকল সিনে প্রেমীর।  একাধিক দক্ষিণী ছবিতেই এই গ্রাম দেখা গিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যই এই গ্রামের সবচেয়ে বড় সম্পদ। এর সৌন্দর্য বহু ছবির পরিচালকদের কাছের শুটিং এর জন্য উপযুক্ত।

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত