Categories
‘জেব্রাক্রসিং ও দ্বিতীয় জন্মের কবিতা’ বইটির মোড়ক উন্মোচন ৩ মার্চ
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আগামী ৩ মার্চ কোচবিহার সাহিত্যসভায় বিকেল ৫টায় লেখক নীলাদ্রি দেবের ‘জেব্রাক্রসিং ও দ্বিতীয় জন্মের কবিতা’ বইটির মোড়ক উন্মোচন করা হবে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখবেন বাংলা কবিতার দিকদিগর কবি সুবীর সরকার। জেব্রাক্রসিং ও দ্বিতীয় জন্মের কবিতা বইটি নিয়ে আলোচনা করবেন কবি উত্তম দত্ত। বইটি নিয়ে বিভিন্ন দৃষ্টিকোন থেকে আলোচনা করবেন ড. অলক সাহা, কবি সুদীপ্ত মাজি এবং গদ্যকার শৌভিক রায়। অনুষ্ঠানের শেষাংশে গান, বাচিক শিল্পী এবং কবি কন্ঠে কবিতা আবৃত্তি নিয়ে সাজানো হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।