| 1 সেপ্টেম্বর 2024
Categories
ধারাবাহিক

ব্রেকআপের পরে (পর্ব-৪)

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

শিরায় শিরায় ঝড় ওঠে। নৈঃশব্দ্য এভাবেই নীরবে ঝড় তোলে। হাওয়ায় উড়তে থাকে পবিত্র পতাকা, হাজার পবিত্র লিপি সুর তোলে। এলোমেলো মন্ত্রোচ্চারণ নয়,শান্ত এক আবহ, নির্জন ঘরে প্রদীপ জ্বালার মতো। পাহাড়ের ঢাল বেয়ে জীবন গড়িয়ে যায় ছোট্ট সবুজ বলটির মতো। মুক্তি ছড়িয়ে যায় আকাশে।মুক্তির উচ্চারণ স্পষ্ট। সে সবার মাঝে ছড়িয়ে পড়ে একা। উপত্যকার খাঁজে খাঁজে তার কবিতার নিভৃত উচ্চারণ। নিভৃতি তাকে আলাদা করেছে। চিন্তার এলোপাথাড়ি ঝড় দিয়েছে, উপত্যকার পাহাড়ি ফুলের পথে মুগ্ধতা দিয়েছে, সেই সঙ্গে দিয়েছে মাতালের প্রলাপের মতো অতৃপ্তি।
পাহাড়ের ধারে একবুক শূন্যতায় খেলা করে আলগা বিলাস, আমি তাকে নিবিড় করে জেনেছি বলে খালি হাওয়ার খামে উড়ে বেড়ায় কিছু চিঠি আমার নামে। অদৃষ্ট আমাকে ভিখিরি করেছে একলা মাঠে। চালচুলোহীন কান্নার শব্দ হয়না।কিছু গোঙানিতে পাহাড় ও ডুকরে ওঠে।
সে পথে তোমার কখনো যাওয়া হয়ে ওঠেনা।

 

 

 

.

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত