Categories
জুন থেকে বিটিভি দেখা যাবে ভারতে
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট![ইরাবতী ডেস্ক]()
ভারতে আগামী জুন থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচারিত হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি খবরটি জানান।
বিষয়টিকে তথ্য মন্ত্রণালয়ের একটি অসাধারণ সাফল্য হিসেবে উল্লেখ করে এটি সম্ভব করতে কিছু সময়ের জন্য কাজ করেছেন বলেও জানান তিনি।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (গণমাধ্যম) এস এম মাহফুজুল হক বলেন, “খবরটি সত্য এবং আমরা আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করছি।”
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)