| 10 অক্টোবর 2024
Categories
উৎসব সংখ্যা ১৪৩১

উৎসব সংখ্যা: চৈতালী চট্টোপাধ্যায়’র কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
পয়লা আশ্বিন 
 
 
তবু,দেবীপক্ষ এল।
বরাহনন্দন যত, মানুষের ছদ্মবেশে,
‘নেভার মাইন্ড ‘ বলল। বলে, নতুন জুতোতে পা গলাল।
কাশফুলের নীচে গলে-যাওয়া মাটি,
গলগল করে রক্তের মতো বহে যায়।
তাতে, নীল নয়, কালচে আকাশের ছায়া নামে।
জনশ্রুতি বলে, সিংহবাহিনী ধীরে ধীরে মর্তে আসছেন…
খুনিরা ঘুরে বেড়াচ্ছে…
ঘোর অবিশ্বাসী আমি,চোখভর্তি পানি নিয়ে 
ভাবি,যে, আশ্বিন সুবিচার পাবে!
শুনে, সম্মতিক্রমে,শেফালিকাফুল মাথা দুলিয়েই ঝরে যাবে 
error: সর্বসত্ব সংরক্ষিত