Categories
পশ্চিমবঙ্গে সমঝোতা হল না কংগ্রেসের
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট![ইরাবতী ডেস্ক]()
লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে গড়াল না বাম-কংগ্রেস জোটের চাকা। রাজ্যে বাম-কংগ্রেস জোট সমঝোতা হল না। জোটের সম্ভাবনায় সম্পূর্ণরূপে জল ঢেলে দিয়ে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে একলা লড়ার-ই সিদ্ধান্ত নিল কংগ্রেস।
সূত্রে খবর, আজ প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয় দিল্লি হাইকম্যান্ডের। সেখানেই রাজ্যে একলা লড়ার বিষয়ে সবুজ সংকেত দেন রাহুল গান্ধী। ফলে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দিতে চলেছে কংগ্রেস। জানা গিয়েছে, আগামিকাল সোমবার-ই দিল্লি উড়ে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। প্রথমে শুরুর ৩ দফার প্রস্তাবিত প্রার্থী তালিকা নিয়ে কাল দিল্লিতে আলোচনা হবে। প্রথম ৩ দফার প্রার্থী তালিকা আগে ঘোষণা করা হবে। তারপর বাকি ৪ দফার।
সূত্রঃ জিনিউজ
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)