সুমন মল্লিকের তিনটি কবিতা
মায়া
মায়া ঘন হয়ে আসে, যখন ছায়ামানবী
বসন্ত পঞ্চমীর চাঁদ থেকে নেমে
বিছানার পাশে এসে বসে৷
শহরজুড়ে উৎসব, বৈকুণ্ঠপুরে তখন
লুকনো পরির ভিড় – পাতার জাজিমে
এবার আর বসা হল না নিয়মমাফিক৷
দেবী উধাও… আর আমি
অসুখ বুকে কান্না লুকোই৷
হৃদয়হরণ
আয়ু ঝরে পড়তে পড়তে আয়ু বেড়ে যায় প্রেমে–
এলোমেলো, অশান্ত, উথালপাথাল করে মন
গৃহশোভা থেকে চোখ চলে যায় স্মৃতির স্নিগ্ধ ফ্রেমে
বাইরে অমেয় ক্লান্তি, ভেতরে ব্যক্তিগত শ্রাবণ
নষ্টপ্রেম একটুও শব্দ না করে এখনও আসে নেমে
সবই যদি শেষ, শেষ কেন হয় না হৃদয়হরণ
শাস্তি
একটি ক্ষমার কাছে
সব ক্ষত খুলে রেখে অক্ষত করি স্মৃতি৷
আমার যাবতীয় কথা তুফান হয়ে ওঠে
আমার যাবতীয় দেখা পাথর হয়ে ওঠে
আমার যাবতীয় অশ্রু আগুন হয়ে ওঠে
অথচ জলাঞ্জলি দেওয়া একমাত্র প্রেম
আমার ভাগ্যগাছে হয়ে ওঠে অমৃতফুল৷
শাস্তি এভাবেও দেয়া যায়…!
একটি ক্ষমার কাছে
সব অক্ষমতা রেখে মুছে চলেছি মৌতাত৷
কবি, সম্পাদক : শিলিগুড়ি জংশন পত্রিকা ,বসবাস : শিলিগুড়ি, প্রকাশিত কবিতার বই : ৬টি, পেশায় শিক্ষক।