Categories
মন ছুটে যায়
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
মন ছুটে যায় গাঁয়ের পথে
পাকা ধানের গন্ধে-
মৌ মৌ মৌ উদাস করা
সকাল দুপুর সন্ধ্যে।
পায়েস পুলির ধুম পড়েছে
মুখর গাঁয়ের পাড়া-
নায়র যেতে গাঁয়ের বধু
হচ্ছে পাগলপারা
ডাকছে দূরে ধনেশ পাখি
হাটু জলের ঝিলে-
মাথার উপর ঘুরছে দেখি
এক খয়রি চিলে।
ছোট্ট শিশু চলছে হেঁটে
দুপায়ে তার নূপুর –
পাখির গানে হয় যে মুখর
বিষণ্ণ এক দুপুর।
মেঠোপথের ঐ পাড়েতে
গ্রামটি পরিপাটি
চলছি হেঁটে ধুলার পথে
রাঙিয়ে দিয়ে পা’টি।
ছড়াকার, সম্পাদক।