Categories
নাম প্রকাশে অনিচ্ছুক কারো নোট প্যাড থেকে
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
এক.
সমস্ত হোমিসাইড কেস হস্তান্তর হল
মৃত্যুতে কোন মাছি থাকবে না
গলা পর্যন্ত রক্তে ডুবে থাকলে কি কারো
চিৎকার উঠে আসে?
আপাতত সওদা বন্ধ থাক
নয়তো হেঁচকি গলে পিত্ত উঠে আসবে
.
দুই.
যে কেউ আজ ট্রামলাইন বরাবর চোখ বেঁধে হেঁটে যেতে পারেন
ইলেক্ট্রিকের নগ্ন তারে জোড়া শালিক ছড়িয়ে দিতে পারে উন্মত্ত আবেগ
হাইটেনশন তারে তুমিও ঝুলিয়ে দিতে পারো নাইটি, লুঙ্গি
কিন্তু কবিতা বাদে অন্য কোনো বক্তব্যেরই দায়িত্ব নেবেন না একজন কবি
যেহেতু শহরের সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে
.
তিন.
একটা আস্ত গ্রাম ডুবে আছে জলের নিচে
একটা শহরের প্রান্তভাগ ভেসে যাচ্ছে বালির মতো
কাট
আর্ত প্রাণ থেকে অনন্ত চিৎকার উঠে এলেও
কক্ষপথ পরিবর্তন করছেন না শাসক
কাট
সাধারণ জনজীবন
লাইন তদারকি করছেন প্রতিটি শ্বাসের