| 27 জানুয়ারি 2025
Categories
ঈদ সংখ্যা ২০২০

শিশুতোষ কবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

অন্য রকম যুদ্ধ

নতুন একটা যুদ্ধ শুরু বিশ্বজুড়ে
তোমরা সবাই ঢুকে পড়ো অন্তঃপুরে
শত্রুগুলো কামান-গোলার ধার ধারে না
পরমাণু বা অ্যাটম আসুক সে ছাড়ে না
এখন যারা শত্রু, তাদের যায় না দেখা
শত্রুর পথ উড়ন্ত বাতাসের রেখা
নতুন শত্রু, নতুন যুদ্ধ দাঁড়াও ঘুরে
তোমরা সবাই ঢুকে পড়ো অন্তঃপুরে।

কোথায় গেল শত্রুগুলো হাওয়া হাওয়া
খালি চোখে যায় না দেখা, যায় না পাওয়া
মুষ্টি তুলে প্রতিবাদের সময় খুঁজো
জামাতবিহীন নামাজ হবে, একলা পুজো–
করতে হবে মন্দিরেতে, ঠাকুরও নেই
সবাই মিলে দিনটা কাটাও ঘরের কোণেই
জিকির করো, ফিকির করো যেও না দূরে
একলা একা সময় কাটাও অন্তঃপুরে।

ধর্ম ভুলে কর্ম ভুলে এক হয়ে যাও
জাত-বেজাতের গোড়ায় গোড়ায় জল ঢেলে দাও
ধর্ম বর্ণেএক হয়ে যাও সবাই মিলে
যাও ভুলে আজ তুমি কারও শত্রু ছিলে
পড়ল বলে–একটি নীরব ঘাতক এসে
ছোটোবড়ো মানুষ মারছে দেশ-বিদেশে
ঘর থেকে বার হয়ে তুমি যেও না দূরে
আজকে সবাই একলা থাকো অন্তঃপুরে।

যুদ্ধে এবার শামিল হতে ঘরে ঢোকো
দরজাতে ছিটকিনি দিয়ে ঘাতক রোখো
মরছে মানুষ হাজার হাজার গ্রাম-গঞ্জেরই
এই অংক লক্ষ হতে নেই যে দেরি
লাশ পড়বে অনাদরে পথেঘাটে
এখন সবার ফেরার পালা নিজের বাটে
বাতাসে গা মিশিয়ে ওরা আসছে উড়ে
তোমরা সবাই সময় কাটাও অন্তঃপুরে।

মিছিল-মিটিং সব জমায়েত হটাও আজ
দেশকে যদি ভালোবাস–বন্ধ কাজ
ভাবছ তুমি বের না হলে চলবে কীসে
অন্ধকারে বাঘ এলে গো থাকবে দিশে?
বাঘ দেখলে যেমন খোঁজো হরির ধাম
মনে রেখো, বাঁচলে নিজে বাপের নাম
সমাজ বাঁচাও নিজেও বাঁচো–রবির সুরে
গানও চলবে, যদি থাকো অন্তঃপুরে।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

ঠিকানা

আমার একটা নদী আছে বলব পরে নাম–
হাজার ভালোবাসা নিয়ে বয় সে অবিরাম
ভালোবাসার সঙ্গে যাচ্ছে গান-কবিতাগুলি
আঁকতে ছবি আকাশ পাঠায় রামধনুকের তুলি।

দুপাড়ে তার কাশের বাগান হাওয়া মেখে মেখে
নেচে নেচে আমার নদীর ঢেউ তোলা রোজ দেখে
হাজার পাখি উড়ে উড়ে গানও শোনায় রোজ
একটি মেয়ে মাটি থেকে করে সুরের খোঁজ।

একটা আছে সোনাঝুরি সেই নদীটার বাঁকে
পাতার ফাঁকে কাঠবিড়ালি রোদের গুঁড়ো মাখে
সেই নদীটার নাম শুনলেই মাথায় দেবে হাত
তিনি আমার তিনি তোমার কবি রবীন্দ্রনাথ।

আমার একটা আকাশ আছে বিশাল বড়ো বুক
তার সে বুকে জায়গা নিতে পাখিরা উৎসুক
উড়ছে পাখি ঘুরছে পাখি গানও আছে ঠোঁটে
সে গান শুনে মেঘের দেশে সূর্যমুখী ফোটে।

মেঘসাগরে ভেসে ভেসে পশ্চিমে যায় রবি
রবির আলোর রেখায় রেখায় পথ চিনে নেন কবি
একটি পাহাড় দাঁড়িয়ে আছে আকাশ ছোঁবে বলে
সেই পাহাড়ে কবির নামে হিরে-মানিক জ্বলে।

কবির সঙ্গে তুমিও আজ হাঁটতে শুধু থাকো
আকাশ থাকবে মাথার ওপর নিচে জোড়াসাঁকো।

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত