আনুমানিক পঠনকাল: 3 মিনিটঅস্তিত্ববাদ
স্বর্গ আর পৃথিবী মিলিত হয় ঝড়ের মাধ্যমে
সে প্রমত্ত মিলন ধ্বংস করে শতাব্দীর জ্যেষ্ঠ বৃক্ষদল
প্লাবিত হতে পারে মাইল মাইল শূন্যতা
জগতের উপসংহার
বজ্রপাত ঈশ্বরের সাবধান বাণী
সুমহান যোব যেমন শুনেছিলেন স্রষ্টার ভ্রূণের আওয়াজ
প্রতিটি পরিবর্তন খুলে দেয় জীবনের অলৌকিক স্বর
মৃত্যুর আগ মুহূর্তে আমরা জানতে পারি
সত্যিকার অস্তিত্ব আমাদের
এবং তখনই জন্ম নেয় স্বর্গ ও নরক
সহমরণের তৃষ্ণা ও রাত্রি অপরিসীম
সমুদ্রের চিতায় স্বেচ্ছায় উঠেছে আকাশ
ঢেউঅগ্নি ঝলসে দিচ্ছে তার দেহ
আগুন আর অনন্তের এমন অলৌকিক ভূবিজ্ঞানে নেই
কলম্বাসের পরে এই দৃশ্য আর কেউ
দেখেছিলো কি না সেই কথা রহস্যজনিত
ও হাওয়া সৈকতের স্নিগ্ধ চোখে ঘুম
কে তাকে তুলবে সাম্পানে মৎস্যযাত্রায়
লবণের লোভ থেকে মুক্ত হওয়া ভার
ঝিনুক-নুড়ির গান অনেক প্রাচীন
সেই কবে বিগল জাহাজে ডারউইন এসেছিলো
পূর্বপুরুষ অন্ত্যজ শামুকের খোঁজে
ভাস্কোদাগামার সাথে রক্ত পুঁজ সিফিলিস
আরো কতো মারি এসে জোয়ার জরিপ করে গেছে
ও চাঁদ রাত্রির একান্ত প্রজাতি
সাগরকন্যার পাণিপ্রার্থী হও
না হলে শুনতে হবে ভ্যাম্পায়ার ভাটার ভর্ৎসনা
নীল ও অলড্রিন ভেঙে দেবে তোমার পৌরুষ
আকাশের সাথে উঠে এসো সমুদ্রচিতায়
আত্মদানের এ সুযোগ অভূতপূর্ব
এর চেয়ে চিরন্তন মৃত্যু আর হতেই পারে না
প্রত্যেকেই ভুলে যেতে চায়,
চোখের চুম্বন পেয়ে বিক্ষত অতীত
রৌদ্রের রিরংসায় কাঁপে চলাচল;
অনিবার্য কে পথ না পিপাসা,
এ প্রশ্নে পুড়ে যায় লক্ষ প্রণোদনা।
তন্নতন্ন করি ব্রহ্মাণ্ডের বাড়ি—
পাওয়া যায় দীর্ঘ বিস্মৃতি।
ভালোবাসা ভয়ংকর খুব ক্ষণস্থায়ী,
প্রাপ্তি নেই—না পাওয়ার হিংস্র হাহাকার।
বিশীর্ণ আত্মার নদী দিগন্তে নীরব।
কীভাবে তার আয়ত চোখের ভেতর
আলো-অন্ধকারের ঢেউয়ের চূড়ায় চূড়ায়
তার চুলের ঝিকমিক নক্ষত্রের কথা
বলতেই হবে ঝাউবীথির বিষণ্ন মেদুর ভ্রুর কথা
বক্ষময় বিচরণশীল অশ্বারোহীর উদ্দেশ্যের কথা
যখন তার মুখ অহোরাত্র মর্মরিত তন্ত্রীর তারে
নাম না জেনেও তাকে সর্বস্ব বলে, স্বাতী বলে—সম্বোধন
আকাশে দীপ্যমান গ্রহের নামে তাকে ডাকা
হৃদয়ের ডঙ্কা বাজিয়ে শাঁখ বাজিয়ে
সে কি শুনতে পায় না অনন্ত আর্তস্বর
প্রেমে প্রতীক্ষায় এতো বিভোর অক্লান্ত
প্রতিজ্ঞাবদ্ধ মজনুকে এতো বিদীর্ণ হতে কে দেখেছে
এমনকি ম্যাকবেথকে আত্মসংহারক
অকপটে বলতেই হবে সত্যলব্ধ শ্লোকের কথা
শাহ্নামার চেয়ে দীর্ঘ ব্যঞ্জনাময় মহাকাব্য
বেদনা বিরোচিত পদ্মাবতীর পদের চেয়ে পুণ্যবান
বিদর্ভ আকাঙ্ক্ষার কথা বলতেই হবে
পথে পথে ছড়ানো-ছিটানো ভগ্নাংশের কথা
আর ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী আত্মবিনাশের কথা
মঙ্গলের প্রভু এ জীবন মুক্ত করো মরীচিকা থেকে
সুন্দরের আরাধনা ক্লান্তি থেকে ত্রাণ করো
মানব রচিত বিধানের ব্যত্যয় ঘটিয়ে
হৃদয়কে বিচ্ছিন্ন করো জাগতিক থেকে
স্বনির্বাচিত করো সংমুদ্ধ সময়ে
কবি
যশোরের নলভাঙ্গা গ্রামে ১৯৬২ সালে ২২ নভেম্বর জন্মগ্রহণ করেন। পিতার নাম শেখ বোরহানউদ্দিন আহমেদ। মাতা রেবেকা সুলতানা। কবিতায় শৈশবে হাতে খড়ি। প্রথম কবিতা শপথ। ছাপা হয় শতদল পত্রিকায় ১৯৭০ সালে। কাব্যগন্থের সংখ্যা ৩০। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ফিরিনি অবাধ্য আমি, আর্শীবাদ করি আমার দুঃসময়কে, আঙ্গুলের জন্য দ্বৈরথ, হিংস্র নৈশ্য ভোজ, সব জন্মে শত্রু ছিল যে ইত্যাদি। প্রবন্ধ গ্রন্থ ১টি রবীন্দ্রনাথ আরোগ্য। ছড়া গ্রন্থ হাঁটতে থাকো। উপন্যাস সম্পর্কেরা ভাঙ্গে। একক সিডি আবার একদিন বৃষ্টি হবে– আবৃত্তি প্রদীপ ঘোষ। ইংরেজিতে অনুদিত গ্রন্থ- সিলেক্টটেড পয়েমস অব রেজাউদ্দিন স্টালিন অনুবাদক জাকারিয়া সিরাজী। রেজাউদ্দিন স্টালিন মূল্যায়ণ সংখ্যা গদ্য সম্পাদক প্রত্যয় জসীম, দিগন্ত বলয় পশ্চিমবঙ্গ সম্পাদক বরুণ দাস, আদীম সম্পাদক জাকি সুমন। রেজাউদ্দিন স্টালিনের কবিতা অনুদিত হয়েছে ইংরেজী, হিন্দী, উর্দূ, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানী ও ফরাসী ভাষায়। আশির দশকের কবি হিসেবে তিনি অগ্রগণ্য বিবেচিত।
Related