| 27 জানুয়ারি 2025
Categories
ঈদ সংখ্যা ২০২০

রেজাউদ্দিন স্টালিনের পাঁচটি কবিতা

আনুমানিক পঠনকাল: 3 মিনিট

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

অস্তিত্ববাদ

স্বর্গ আর পৃথিবী মিলিত হয় ঝড়ের মাধ্যমে
সে প্রমত্ত মিলন ধ্বংস করে শতাব্দীর জ্যেষ্ঠ বৃক্ষদল
প্লাবিত হতে পারে মাইল মাইল শূন্যতা
জগতের উপসংহার

বজ্রপাত ঈশ্বরের সাবধান বাণী
সুমহান যোব যেমন শুনেছিলেন স্রষ্টার ভ্রূণের আওয়াজ
প্রতিটি পরিবর্তন খুলে দেয় জীবনের অলৌকিক স্বর
মৃত্যুর আগ মুহূর্তে আমরা জানতে পারি
সত্যিকার অস্তিত্ব আমাদের
এবং তখনই জন্ম নেয় স্বর্গ ও নরক

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

সহমরণ
 
সহমরণের তৃষ্ণা ও রাত্রি অপরিসীম
সমুদ্রের চিতায় স্বেচ্ছায় উঠেছে আকাশ
ঢেউঅগ্নি ঝলসে দিচ্ছে তার দেহ
আগুন আর অনন্তের এমন অলৌকিক ভূবিজ্ঞানে নেই
কলম্বাসের পরে এই দৃশ্য আর কেউ
দেখেছিলো কি না সেই কথা রহস্যজনিত
 
 
ও হাওয়া সৈকতের স্নিগ্ধ চোখে ঘুম
কে তাকে তুলবে সাম্পানে মৎস্যযাত্রায়
লবণের লোভ থেকে মুক্ত হওয়া ভার
ঝিনুক-নুড়ির গান অনেক প্রাচীন
সেই কবে বিগল জাহাজে ডারউইন এসেছিলো
পূর্বপুরুষ অন্ত্যজ শামুকের খোঁজে
আর কেউ এসেছিল নাকি
ভাস্কোদাগামার সাথে রক্ত পুঁজ সিফিলিস
আরো কতো মারি এসে জোয়ার জরিপ করে গেছে
 
 
ও চাঁদ রাত্রির একান্ত প্রজাতি
সাগরকন্যার পাণিপ্রার্থী হও
না হলে শুনতে হবে ভ্যাম্পায়ার ভাটার ভর্ৎসনা
নীল ও অলড্রিন ভেঙে দেবে তোমার পৌরুষ
আকাশের সাথে উঠে এসো সমুদ্রচিতায়
আত্মদানের এ সুযোগ অভূতপূর্ব
এর চেয়ে চিরন্তন মৃত্যু আর হতেই পারে না
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
অন্বেষণ
 
প্রত্যেকেই ভুলে যেতে চায়,
আমিও চেয়েছি?
মন টানে
পেছনে তাকাই;
চোখের চুম্বন পেয়ে বিক্ষত অতীত
জেগে ওঠে।
 
 
শিশির শুকিয়ে যায়,
রৌদ্রের রিরংসায় কাঁপে চলাচল;
পিপাসার পানি যায়
মোহান্তের খোঁজে।
 
 
অনিবার্য কে পথ না পিপাসা,
এ প্রশ্নে পুড়ে যায় লক্ষ প্রণোদনা।
পেছনে তাকাই
তন্নতন্ন করি ব্রহ্মাণ্ডের বাড়ি—
পাওয়া যায় দীর্ঘ বিস্মৃতি।
ভালোবাসা ভয়ংকর খুব ক্ষণস্থায়ী,
প্রাপ্তি নেই—না পাওয়ার হিংস্র হাহাকার।
মন টানে
পেছনে তাকাই,
বিশীর্ণ আত্মার নদী দিগন্তে নীরব।
 
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
বলতেই হবে
 
বলতেই হবে
সেই মাহেন্দ্রক্ষণের কথা
কীভাবে তার আয়ত চোখের ভেতর
আবিষ্কৃত হলো মৃত্যু
আলো-অন্ধকারের ঢেউয়ের চূড়ায় চূড়ায়
তার চুলের ঝিকমিক নক্ষত্রের কথা
বলতেই হবে ঝাউবীথির বিষণ্ন মেদুর ভ্রুর কথা
বক্ষময় বিচরণশীল অশ্বারোহীর উদ্দেশ্যের কথা
যখন তার মুখ অহোরাত্র মর্মরিত তন্ত্রীর তারে
নাম না জেনেও তাকে সর্বস্ব বলে, স্বাতী বলে—সম্বোধন
 
 
আকাশে দীপ্যমান গ্রহের নামে তাকে ডাকা
হৃদয়ের ডঙ্কা বাজিয়ে শাঁখ বাজিয়ে
খোল-করতাল বাজিয়ে আহ্বান
সে কি শুনতে পায় না অনন্ত আর্তস্বর
 
প্রেমে প্রতীক্ষায় এতো বিভোর অক্লান্ত
প্রতিজ্ঞাবদ্ধ মজনুকে এতো বিদীর্ণ হতে কে দেখেছে
ইউসুফকে অপ্রতিরোধ্য হতে
এমনকি ম্যাকবেথকে আত্মসংহারক
 
অকপটে বলতেই হবে সত্যলব্ধ শ্লোকের কথা
শাহ্নামার চেয়ে দীর্ঘ ব্যঞ্জনাময় মহাকাব্য
বেদনা বিরোচিত পদ্মাবতীর পদের চেয়ে পুণ্যবান
বিদর্ভ আকাঙ্ক্ষার কথা বলতেই হবে
পথে পথে ছড়ানো-ছিটানো ভগ্নাংশের কথা
আর ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী আত্মবিনাশের কথা
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com
 
জানাতেই হবে প্রার্থনা
 
মঙ্গলের প্রভু এ জীবন মুক্ত করো মরীচিকা থেকে
সুন্দরের আরাধনা ক্লান্তি থেকে ত্রাণ করো
মানব রচিত বিধানের ব্যত্যয় ঘটিয়ে
হৃদয়কে বিচ্ছিন্ন করো জাগতিক থেকে
স্বনির্বাচিত করো সংমুদ্ধ সময়ে

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত