| 27 জানুয়ারি 2025
Categories
ঈদ সংখ্যা ২০২০

কবিতা ও ছড়া

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

 

ঘুমের পরি

ঘুমের পরি, এসো তুমি এসো খুকুর চোখে
ছোট্টমণি সারাটা রাত ঘুরবে স্বপনলোকে
ঘুমের পরি, দখিন বাতাস আনবে নাকো তুমি?
সেই হাওয়াতে গাছের পাতা বাজাবে ঝুমঝুমি।
আসো যদি ঘুমের পরি – আস্তে করে এসো
খুকুর ঠোঁটে আদর দিয়ে চুপটি হাসি হেসো।
সেই হাসিতে ফুলের কলি ফুটবে থরে থরে
গানের পাখি সুরের জাদু ছড়াবে অন্তরে।

 

 

.

 

পেটুক রাজা

এক দেশে এক রাজা ছিল , তার পেটটি ছিল ইয়া বড়
দিনরাত শুধু খেয়ে যেত পান্তুয়া
রাণীমায়ের খাবার টেনে, নিজের কাছে জোরসে এনে
বলবে, ‘উঁহু, যায় না তোমায় দেয়া! ‘

রাজার দেশে দুর্গাপূজা নাকি ভোজন হবে
কোনদিকেতে যাচ্ছে খরচ, যায় না বোঝা দেখে
পাঁচ আঙুলে মায়ের পূজা দুমিনিটে সেরে
ঝপঝপাঝপ বসছে রাজা ‘মাটন কারির ‘ প্লেটে!

সেই যে রাজা, মেদ ঝরাতে আবার জিমে যায়!
জানি না সে জিমে গিয়ে কেমন সুফল পায়?
পটেটো চিপস হাতে নিয়ে ট্রেডমিলে দৌড়ায়
পেটের তালে, মেদের তালে কুড়মুড়িয়ে খায়।

মৃগয়াতে যাবেই রাজা , নাই বা পারুক শিকার
গুলি লাগা হরিণ কাঁপে , তার মুখে নেই বিকার
তবে রাঁধুনিরা যখন বসে মসলাটা কষায়
তখন রাজার মুখে জল না এসে আর সে কোথা যায়?

রাজ- ডাক্তার বলে এসে, ‘হাইপ্রেশারে মরবে শেষে
পায়ে পড়ি, আর খেও না রাজা!’
রাজামশাই বলল পরে, ‘ বাঁচা মরার চিন্তা করে,
লাভ কি বল? খাও তো দুটো গজা!’

 

 

 

.

কুকুর- বেড়াল তাণ্ডব

এক যে ছিল বেড়ালছানা
গরব ভীষণ তার
দেখলে তাকে যায় না নাকি
চোখ ফেরানো আর।

এক দেশে এক কুকুর ছিল
চোরকে ধরে কানে
দুই পা তুলে নাচতে পারে
লালনগীতি জানে!

গড়ের মাঠে দেখা হল
কুকুর বেড়ালের
ঝগড়া শুনে মাথা ঘুরায়
পার্বতী- শিবের!

“তোর কি আছে? হাঁদা কুকুর, আমার মত রূপের বাহার?
জানিস, আমার মালিক আমার গলায় ঝুলায় পান্নার হার
মাংসের হাড় খেয়ে বাঁচিস, মনিবের পা কেবল চাটিস
আমার মত পাস কি খেতে টিনজাত ‘ক্যাট ফুড’?
নোংরা রাবিশ ডগ কোথাকার! যা চলে , ধুত ধুত!”

”ওরে, রূপের বড় বড়াই দেখাস, শক্তি আছে কিছু?
আদর খেতে মানুষগুলোর ঘুরিস পিছু পিছু
আমি ‘কিউটি পাপি’ প্রতিযোগী, ফার্স্ট প্রাইজও পেয়ে গেছি।
আমার মত লালনগীতি পারবে কি আর কেউ?
নাচতে পারবি আমার মতন? যা চলে, ঘেউ ঘেউ!

আঁচড় – কামড় – মারামারি উঠছিল তুঙ্গে
প্রলয় নাচন উঠেছিল সমস্ত বঙ্গে
যেই না তাদের মনিবেরা সামনে দাঁড়াল
অমনি তারা ঝগড়া ভুলে পিছে লুকোলো।

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত