ঢাকা, ২ জুন ২০১৯: ঈদের ছুটিতে তরুণ নির্মাতা স্বজন মাঝির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গল্প-সংক্ষেপ’ ও ‘জীবাশ্মজন’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ৮ জুন (শনিবার) রাজধানীর বনানীতে যাত্রা বিরতী রেন্টুরেন্টে বিকেল সাড়ে চারটা থেকে এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে।
ঢাকায় ঈদে বিকল্প চলচ্চিত্র প্রদর্শনীর নজির নেই বললেই চলে। রাজধানীর বিকল্প চলচ্চিত্রের দর্শকদের কথা মাথায় রেখে এবারের বিশেষ এই ঈদ আয়োজন।
‘গল্প-সংক্ষেপ’ নির্মিত হয়েছে দেশভাগের বিচ্ছেদ বেদনায় আহত মানুষের অভিজ্ঞতার আলোকে। এতে অভিনয় করেছেন ভারতের বিখ্যাত অভিনেতা বরুণ চন্দ এবং বাংলাদেশের মিরানা জামান। অপর চলচ্চিত্র ‘জীবাশ্মজন’ নির্মিত হয়েছে বাংলাদেশের হারিয়ে যাওয়া ইহুদি সম্প্রদায়কে ঘিরে।
নির্মাণ শৈলী ও গল্পে নতুনত্বপূর্ণ এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট নাট্যাভিনেতা মামুনুর রশিদ, মান্না হীরা, মানস চৌধুরী, নোঙর রাসেল ও সাক্ষ্য শাহিদ। নির্মাতা স্বজন মাঝি জানিয়েছেন, বাংলাদেশের এক না-বলা অধ্যায় নিয়ে ‘জীবাশ্মজন’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। তিনি আরও জানান, এটি বাংলাদেশে প্রথমবারের মতো পাবলিকলি প্রদর্শিত হতে যাচ্ছে। ‘গল্প-সংক্ষেপ’ ইতিপূর্বে দেশ-বিদেশে প্রসংশিত হয়েছে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘বাংলাদেশ স্বল্প ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’ তে এটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে।
স্বজন মাঝি নির্মিত দুটি চলচ্চিত্রই প্রযোজনা করেছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট।
.
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)