আনুমানিক পঠনকাল: 2 মিনিটআজ থেকে শুরু হচ্ছে সোনালীর রহস্য উপন্যাস ‘মাধব রাইর গুপ্তধন’এর প্রথম পর্ব। এখন থেকে প্রতি রবিবার থাকবে এই উন্যাসের পর্বগুলো ইরাবতীর পাঠকদের দরবারে।
ধুসর সকাল । সকাল হয়েছে যে সেটাই বোঝা যায় না ভাল করে।
কুয়াশা মোটা চাদরের মত ঢেকে আছে সব কিচু ।
নাকের ডগাটা জমে জাচ্ছিল লোকটার ।
ঐ টুকুই ত খোলা ।
ফ্ল্যানেলের শার্টটা দেখা যাচ্ছে না তার ওপরে মোটা উলের পুলোভার চাপানো আছে বলে । সোয়েটারের ওপরে লম্বা ওয়াটারপ্রুফ গাঢ় খয়েরী লম্বা কোট । কোটের কাট দেখলেই বোঝা যাবে বস্তুটা দামি । মাথায় ভারি উলের একটা টুপি খুলির চারপাশে সেঁটে রয়েছে । তার ওপরে পেঁচানো আছে সাদা কালো উলের একটা লম্বা মাফলার ।
তবে এত কিছু চাপা থাকা সত্ত্বেও লোকটার নির্মেদ চাবুকের মত শরীরের আদলটা একবারে মুছে যায়নি ।
পায়ে উলের লম্বা মোজার ওপর হাঁটু অব্ধি বুট ওর দৈর্ঘ্যকে একটু বাড়িয়ে দিয়েছে বলেই মনে হয় ।
থেমসের ওপর দিয়ে আসা হাওয়া হাড়ে কাঁপন ধরাচ্ছে ।
তবু একটূও স্লথ হচ্ছে না এই লোকটির লম্বা লম্বা পা ফেলা ।
কি স্পর্ধার সংগে এই প্রতিকূল প্রকৃতির সব ভ্রুকুটিকে ফালা ফালা করে ফেলে অকাতরে হেঁটে চলেছে হন হন করে নদীর ওপরের ব্রিজ ধরে ।
ঘড়ি বলছে ভোর হয়েছে ।
কিন্তু কোথাও আলোর বিন্দু মাত্র চিহ্ন ও দেখা যায় না ।
ব্রিজ পেরিয়ে ওপারে পৌঁছোতে পৌঁছোতে পাতলা ঠোঁটে তীব্র বিদ্রূপের মোচড় ফোটে লোকটার ।
আলো ফুটলে টুরিস্টরা কিলবিল করবে ব্রিজের ওপর । নেমে যাবে মাটির নিচের সুড়ঙ্গ , লন্ডন ডাঞ্জেন এ । সেখানে রংচং মেখে নাটকের কুশীলবরা তাদের অভিনয় করে দেখাবে লন্ডন শহরের নানান ভয়াবহ ঘটনা ।
এ মূর্খগুলো জানবেই না । আজকের লন্ডন ও কতটাই বিপজ্জনক ।
২
এমিলি লাল সিল্কের চাদরের তলায় মোচড় দেয় শরীরে ।।
খালি গায়ের মসৃণ চামড়ার ওপরে নরম রেশমের আলতো সরে যাওয়ার আরাম , আআহ !
নিজের মনেই বলে ফেলে , আই লাভ সিল্ক । লাভ দা ফিল অফ ইট ।
এই শব্দগুলো বলতে বলতেই মনটা কাল মাঝরাতে ফিরে যায় ।
এ বিছানায় তখন কত উত্তাপ ।
গলে যাওয়া মাখনের মত ঘামে পিছল ডিরোজিওর টান টান পেশীরা ।
সিল্ক । হ্যাঁ ।
ডিরোজিও তার গভীরে প্রবেশ করার সময় এই আরামটাই এমিলির শরীরকে শিথিল করে দিয়েছিল তো ।
সিল্কের মত মসৃণ । অথচ ইস্পাতের মত কঠিন ও ।
আহ , ডিরোজিও । কেন তুমি ধরা দাওনা ? কত গভীরে নিয়ে গেলে আটকে রাখতে পারব রোজ রাতে কাছে পাওয়ার জন্যে ।
ছটফট করে ওঠে নীল নয়না সুন্দরী ।
ডিরোজিওকে তার চাইই চাই ।
পরের অংশ আগামী রবিবার…
আইনগত পরিচয়, সোনালি মুখোপাধ্যায় ভট্টাচার্য । পেশায় চিকিৎসক। সপ্তর্ষি প্রকাশন থেকে,”প”, “৫০শে প্রেম” ও “স্টেথোস্কোপ এর পান্ডুলিপি ১ ও ২, ভাষা নগর পুরস্কারে সম্মানিত ২০১৬য়। কাগজের ঠোঙা প্রকাশনের ২০১৭, কবিতার বই ঃ পরমেশ্বরী। ২০১৮ য় ছোটদের গল্পের বই ” রঙ পেন্সিল ও রহস্যের গল্প ” । অণুগল্পের জনপ্রিয় বই ঃ সোনালিনামা ২০১৯ প্রকাশিত রহস্য উপন্যাস, হাভেলি আর ল্যাপটপের গল্প আর গল্পের বই ঃ নানান রকম প্রেমের গল্প । ২০২১এ উপন্যাস : মাধব রাইয়ের গুপ্তধন। ২০২২,গোয়েন্দা গল্প, পুনপুন চরিত। ২০২৩, অলৌকিক গল্পের বইরা: হঠাৎ যদি, এবং আলোর গল্প ও অন্ধকারের গল্প ।
২০২৪ : বই : টেক্কা দোক্কা তেক্কা রহস্য, ৬ প্রেমে ছক্কা।
এছাড়া বিভিন্ন আন্তর্জাল ও মুদ্রিত পত্রিকায় ও প্রকাশিত হচ্ছে সোনালির লেখারা।
Related