| 6 অক্টোবর 2024
Categories
কবিতা সাহিত্য

হরিৎ বন্দ্যোপাধ্যায়ের চারটি কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
হাত বাড়ালে  ১
কোনোদিন দরজায়
হাত ঠেকবে না জেনেও
হাত বাড়াই
হাত বাড়ালেই
একটা পাখি
সুরে ডেকে যায়
দরজা জানলাগুলো
আপনা থেকে খুলে যায়
গায়ে তখন কত আলো
আমি শুধু
সুরে কান পাতি
আর আলো মাখি ।
হাত বাড়ালে  ২
হাত বাড়ালেই
ইচ্ছার শরীর
বাড়তে থাকে
ইচ্ছার রঙ সবুজ
ইচ্ছার গায়ে
আরও এক ইচ্ছা
ডালপালার মতো
বেড়ে বেড়ে যায় ।
পায়ে চলা পথ
কুড়িয়ে নেবার জন্য
তোমার সে কি আগ্রহ
অথচ কত কিছুই
পড়ে থাকে দেখি
তোমার পায়ে চলা পথে
একটা দুটো মাত্র
তোমার হাতে দেখি
বাকি সব পথের আল্পনা ।
দেখা
তোমার সঙ্গে
আর দেখা হবে না
আমি জানি
দরজা খুলে
যাকে কাছে নিতাম
আজ কথা হবে
জানলা খুলে
দরজার ছবি
কতটুকু আসবে
জানলায় ?
দরজায় তুমি
যেভাবে ছড়িয়েছ
জানলায় দেখা হবে না
আমি জানি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত