| 2 সেপ্টেম্বর 2024
Categories
খবরিয়া

জুনে প্রকাশিত হচ্ছে হ্যারি পটারের নতুন চারটে গল্প

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

৯৩/৪  থেকে হগওয়ার্টস এক্সপ্রেসে চেপে হগওয়ার্টস ক্যাসলে আবার ফিরতে চাও? নিম্বাস ২০০০, কুইডিচ, হরক্রক্স এর সেই বিখ্যাত জাদুদুনিয়া যদি আবার তোমার চোখের সামনে চলে আসে? ম্যাজিকের মতো অবাস্তব মনে হলেও আসলে সেটাই কিন্তু ঘটতে চলেছে। ফিরছেন জে কে রাউলিং।এবার তাঁর ঝুলিতে হ্যারি পটার সিরিজ়ের চারটি নতুন গল্প। ২৭ জুন গল্পগুলি প্রকাশ করা হবে জে কে রাউলিং-এর অনলাইন পটারদুনিয়া পটারমোর ওয়েবসাইটে। এই ছোট গল্পগুলোয় থাকছে হগওয়ার্টসের লেসন, চার্মস, ডার্ক আর্টসের ডিফেন্স, পোশন, হার্বলোজি, অ্যাস্ট্রনোমি ও ম্যাজিকেল ক্রিয়েচার এইসব বিষয়।

এই চারটি ডিজিটাল বইয়ের প্রচ্ছদ করেছেন আর্টিস্ট রোহান ড্যানিয়েল ইসন।সেই চারটি গল্পের নাম ১) হ্যারি পটার: আ জার্নি থ্রু কেয়ার অফ ম্যাজিকাল ক্রিয়েচারস, ২) হ্যারি পটার: আ জার্নি থ্রু চার্মস অ্যান্ড ডিফেন্স এগেন্সট দ্য ডার্ক আর্টস, ৩) হ্যারি পটার: আ জার্নি থ্রু ডিভিনেশন অ্যান্ড অ্যাস্ট্রনোমি ৪) হ্যারি পটার: আ জার্নি থ্রু পোশন অ্যান্ড হার্বলোজি, তা হলে গরমে আবারও সেই ম্যাজিক মেশিনে ফিরে যাওয়া, তবে এবার আরও অনেক সহজে। কারণ গল্প এবার ডিজিটালে।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত