| 11 ফেব্রুয়ারি 2025
Categories
এই দিনে কবিতা সাহিত্য

অনিমিখ পাত্রর গুচ্ছকবিতা

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

আজ ১৬ মার্চ কবি ও সম্পাদক অনিমিখ পাত্রর শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


বোতামের মতো
বোতামের মতো সব বসিয়েছো আলোর স্টেশন। হাতছানি খুলে রেখে উধাও হয়েছো।
হৃদয়ের প্রস্তাবনা তুমি বর্ষাকাল দিয়ে ঘেঁটে দাও। স্থানাঙ্ক নড়ে যাওয়া মানুষগুলোকে নিয়ে ঋতুরঙ্গ করো। তোমার রুমালফুলে আমাদের শ্বাসবায়ু ঘন হয়ে ওঠে।
যেভাবে নাচাও তুমি, কীভাবে না চাও আমি খরা সামলে উঠি!
আমাদের যাতায়াতে ধ্রুবক বসিয়ে তুমি এভাবে হারিয়ে যেতে পারো?
গলায় খুন চাপলেও ঠুংরি বয়, রক্তে কাশ দুলে ওঠে, বিশেষত এমন সময়?

 

 

সন্দেহ 
সন্দেহ সাজিয়েছি তোমাকে মুহুর্মুহু করে। বিপ্রতীপ জ্বলে ওঠে যখন তখন।
আমার যা কিছু ধর্ম সন্দেহখেলনায় ভাঙে। তুমিও প্রসঙ্গ বুঝে রুগ্নতা লেলিয়ে দিয়েছো। 
তাই জলে স্থলে চারাপোনা কিলবিল করে। ঘুমের কোকুনগুলি ফাটে।
তবে কার কবে কার ফেলে দেওয়া কথার বীজাণু –
তুমি তাকে যথাসাধ্য চিকিৎসা করেছো। অথচ তুমি তো জানো,
জীবনেও পা পড়ে না এমন স্টেশন দিয়ে সাজানো না হলে, তাকে
কখনোই জার্নি বলে না 

 

গানের ভেতর দিয়ে
গানের ভেতর দিয়ে বহু দূরে যাবার সময়
ঘরবাড়ি চোখেই পড়ে না

যেন এই বাতাসপথে মুগ্ধতাই একমাত্র শিক্ষক
যার পথে পথে হৃদয় ছড়ানো

যেন যানবাহন নামের চলচ্চিত্র আচমকা মিউট হয়েছে
চরাচর ঢেকে ফেলছে নীরবতার তাস

গানের ভেতর এইভাবে ক্রমে ডুবে মরার সময়
পূর্বাপর জীবনের কথা কিছু খেয়াল থাকে না 

 

 

সন্ধেয়, ভাগ্যাকাশে

সন্ধেয়, ভাগ্যাকাশে, আমি তারস্বরে আলেয়া ছোটাই
একটি ভাবনার সুতো খুলে গিয়ে পরিস্থিতি জটিল করেছে
অযথা লাগাম আসে, অশ্বারোহীর মতো ভাব এনে দেয়
অতঃপর ক্লান্ত হই, ঘন ঘন হাই তুলি আর মনে হয়
সেই কবে চিৎকার করেছি, তার প্রতিধ্বনির দিকে ছুটে ছুটে বেলা পড়ে এলো

 

আমারই মনের মধ্যে

আমারই মনের মধ্যে একবার আমি হয়ে ঢুকি
দেখি যা যা ঘ্রাণ গন্ধ বাগান উদ্যান আর নক্‌শা আলপনা
একেবারে সমস্তই চেনা চেনা নয়
ভয় হয়। অন্য কারো মন আমি বয়ে যাচ্ছি কিনা
আমারই মনের মধ্যে আরেকবার আমি হয়ে ঢুকি
দেখি যে জলের পাড় জল দিয়ে গড়া
দেখি যে হাওয়ার বুকে হাওয়া ছুটে যায়
দেখি যে সে পুষ্পফুল অবর্ণনীয়
আমার মনের আমি কে হই? কে হই?
ভাবতে ভাবতে বারংবার ছুঁচ হয়ে ঢুকি

কে না জানে, এক মাঘে যায় না সন্দেহ

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত