আনুমানিক পঠনকাল: < 1 মিনিট ![অথই নীড়]()
১.
উড়ে যায় সব কথার ফানুস।
সুপারি গাছের শরীর জুড়ে বয়সের দাগ।
সময়ের ও কি বয়স বাড়ে।
২.
বাউল আসরে ভাসছে আমাদের শহর।
টুপটাপ শব্দ ছুঁড়ে উড়ে যাচ্ছে কুয়াশা পাখি।
বিষণ্নতার এতো সুর কোথায় লুকাই।
কেঁপে উঠছে জল…চোখের আয়না।
৩.
ভর দুপুরের গায়েও ছায়া নামে।
জলের গান ডেকে আনে নির্জনতা।
ঘর ভর্তি মানুষ গুলো দূরে চলে যায়।
কেঁদে ওঠে রোদের ফসিল।
৪.
স্মৃতি গুলো হলুদ পাখি।
উড়তে-উড়তে শুনায় কতো কালের মায়ের বলা গল্প।
গানের খাতার শ্লোক।
![অথই নীড়](https://irabotee.com/wp-content/litespeed/avatar/fcf288d40c1329980f479ea37f517152.jpg?ver=1738846603)
কবি