| 3 সেপ্টেম্বর 2024
Categories
খবরিয়া বিনোদন

ঘরে বসে নির্মিত হচ্ছে ‘আয়নবাজির সিক্যুয়াল’

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

২০১৬ সালে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’র সিকুয়্যাল নির্মাণ হচ্ছে ঘরে বসেই। তবে এবার সিনেমা নয়, নির্মাণ হচ্ছে ওয়েব সিরিজ। প্রাথমিক ভাবে তিন পর্বের কাজ শুরু করেছে ‘আয়নাবাজি’ টিম যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।

তিনি বলেন, এরমধ্যে শুটিং শুরু করে দিয়েছি আমরা। সিনেমার আয়না, হৃদি এবং ক্রাইম রিপোর্টার সাবেরকে নিয়ে আবারও একটা কিছু করার চেষ্টা করছি। একই নাম, চরিত্র আর গেটআপ ঠিক রেখে শুট করছি। ওয়েব সিরিজের পর্বগুলো থাকছে সবার জন্য উন্মুক্ত। এক সপ্তাহের মধ্যে এগুলো উন্মুক্ত হবে ইউটিউব ও ফেসবুকে।

জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে নির্মিত হচ্ছে ‘আয়নাবাজি’ এই নতুন আয়োজন। আয়োজনে সহযোগিতা করছে অস্ট্রেলিয়া সরকার। মানুষকে সচেতন ও সাহস জোগানোর পরিকল্পনা থেকে এই ওয়েব সিরিজ তৈরির উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত