সারা ভারতে ব্ল্যাক আউটের আশংকা
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ৯ মিনিটের একটি ভিডিয়োতে দেশবাসীর উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন, তা শুনে রীতিমতো চিন্তায় পড়েছেন বিদ্যুৎমন্ত্রকের কর্তারা। প্রধানমন্ত্রী আগামীকাল অর্থাৎ ৫ এপ্রিল, রাত ৯ টায় ৯ মিনিটের জন্য বাড়ির সব আলো নিভিয়ে বাড়ির বারান্দায় কিংবা বাড়ির ছাদে মোমবাতি, টর্চ, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে বলেছেন। করোনা মোকাবিলার এই কঠিন পরিস্থিতিতে প্রতিটি ভারতবাসীই যে একে অন্যের পাশে রয়েছে এই বার্তাটুকু পৌঁছনোই মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর এই বার্তার পক্ষে কিংবা বিপক্ষে সোশ্যাল মিডিয়া জুড়ে চোখে পড়েছে কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রূপ।
কিন্তু এইসবের মধ্যে সবথেকে বেশি দুশ্চিন্তায় রয়েছেন বিদ্যুৎমন্ত্রকের কর্তারা। তাঁদের আশঙ্কার কারণ অনেকাংশেই ঠিক। কারণ-রাত ৯ টার পরে সারাদেশেই হঠাৎ করেই বিদ্যুতের চাহিদা কমে যাবে, আবার ৯ মিনিট পরে হঠাৎ করেই সেই চাহিদা বেড়ে যাবে। যার ফলে বিদ্যুৎ সরবরাহের গ্রিড ভেঙে পড়ার আশঙ্কা এড়িয়ে যাওয়া যায় না। গ্রিড ভেঙে গেলে সারা দেশে ‘ব্ল্যাকআউট’ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। গতকালই কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিংহ পাওয়ার গ্রিড কর্পোরেশন, পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন এবং অন্যান্য সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন, তাঁরা পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী। এখন করোনা বিপর্যয় সামলানোর পাশাপাশি ভারতে আবার কোনও ‘আঁধার রাত’ নেমে আসবে না তো! প্রশ্নটা অনেকের মনে…
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)