| 2 সেপ্টেম্বর 2024
Categories
গল্প সাহিত্য

গাড়ি

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 ২৫মে , ২০২০। শনিবারের অলস সকাল। সায়না সোফায় আরামভরে চায়ে চুমুক দিল। আজ work from home নেই। নেই রুদ্ধশ্বাস দরজা বন্ধ talk। একটা মজাদার রেসিপি ট্রাই করা যাক। মুঠোফোনে টিক করতেই খুলে গেল জানা অজানা রেসিপি খাজনা। সায়না গভীর মনোযোগে রেসিপি চর্চায় ডুবতে ডুবতে শুনতে পেল কিয়েরার চিৎকার মাম্মা! আরে কী হল কী হল পাশের ঘর থেকে দৌড়ে এলো দিদা,পাপা। হতচকিত কিয়েরার পাশে ব্যালকনিতে অতি দ্রুত পৌছে গেল সায়না। হ্যাঁ বেটা কী হলো? রেলিং ধরে চোখ বড় বড় করে ঝুঁকে আছে কিয়েরা। ভয় পেল সায়না। চলমান গাড়ির দিকে আঙুল তুলে হতচকিত শিশু চেঁচিয়ে উঠল মাম্মা গাড়ি! একমাস কোন গাড়ির শব্দ শুনে নি কিয়েরা। ওদের ঘরের গাড়ি গুলি রাস্তার উপর সার বেঁধে ধূলির কাপড়ে মোড়া। হঠাৎ এই লকডাউনে শিশুর চোখ বিস্ফারিত করে একটি গাড়ি দৌড়ে চলে গেল নিঃসঙ্গ রাস্তার বুক চিরে! সায়না দেখলো দীর্ঘ সময়ের যাবতীয় নিঃসঙ্গতা ভেঙে একটি দুঃসাহসী বিএম ডাব্লিও হুস করে বেরিয়ে গেল নাকের ডগা দিয়ে।

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত