আজ ১১ ফেব্রুয়ারি কবি চন্দ্রাণী পালের শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার তাঁকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
স্বপ্ন
স্বপ্নে হাত ছোঁয়ালেই
রোদ্দুর দাও যদি
উথলে ওঠে ভালোবাসার
ঝিমিয়ে থাকা নদী।
এসব কথা তুমি জানো,
হয়তো সবারই জানা…
তবুও বলছি,স্বপ্ন দেখতে
নেই তো কারো মানা।।
ভাবনা
ভেবেছিলাম,আসবে তুমি আসোনি,
ভেবেছিলাম,বাসবে ভালো বাসনি…
ভেবেছিলাম,ডাকবে চেনা নামে
লিখবে চিঠি নীলচে কোনো খামে
ভাবনাগুলো,কবেই যেন রঙ্গীন ঘুড়ি হলো,
চেনা চেনাস্বপ্নগুলো বড়োই এলোমেলো।।
ইচ্ছা নদী মন
ইচ্ছে নদী মন
কখনও ডোবে
কখনও ভাসে
শোনে না কোনো বারণ,
মানে না কোনো শাসন
ইচ্ছা নদীর তাই তো বারণ
ভাসা ও যদি পাতব আসন।
আমি
ফুলের ঘায়ে মূর্ছা যাবো
এমন মেয়ে নই আমি,
যা আছে তা,শুধুই আমার
যা সোনার চেয়ে দামি।।
তুমি
কথায় আদর চুঁইয়ে পরে
ফাঁক নেই মোটে… ই
সত্যি ভালো না বাসলে
কি আর
মনের গোলাপ ফোটে।।
কষ্ট
কষ্টেরা ডানা মেলে উড়ছে
মন আজ একা,একা পুড়ছে
শব্দেরা ঠাঁই আছে দাঁড়িয়ে
মন আজ কোথা গেছে হারিয়ে।।
জীবন যুদ্ধ
জীবন যুদ্ধে আজও হাল আমি ছাড়িনি,
হেরে গেছি আমি,তবু মন আজও হারিনি।
বেঁচে আছি তাই,গাই জীবনের ই জয়গান
ভুলে যেতে চাই ,সবটুকু মান-অভিমান….
শরীরে ভাঙ্গন, তবু মনকে রেখেছি অক্ষত,
রাখতে চাই না মনে,পুরোনো সেসব ক্ষত।।
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)