১৩ ফুট দূরেও বেঁচে আছে করোনা ভাইরাস
একটি হাসপাতালে এক করোনা আক্রান্ত রুগীর থেকে ১৩ ফুট দূরেও বেঁচে আছে করোনা ভাইরাস! গবেষণায় ওঠে এসেছে একেবারে অন্য রকম এই তথ্য।শুক্রবার (১০ এপ্রিল) চীনা গবেষকরা একটি গবেষণাপত্রে এই ভয়ানক তথ্য প্রকাশ করেছেন।গবেষকের দল উহানের হৌশেনশান হাসপাতালের কভিড-১৯ আক্রান্তদের আইসিইউ ও জেনারেল ওয়ার্ডের বাতাস ও মেঝের থেকে নমুনা সংগ্রহ করে এই তথ্য পেয়েছেন।
তারা দেখেছেন, হাসপাতালের মেঝেতেই সবচেয়ে বেশি ভাই রাস পড়ে রয়েছে। মধ্যাকষর্ণ শক্তি ও বাতাসের গতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।এছাড়াও অত্যাধিক ভাইরাস পাওয়া গেছে কম্পিউটারের মাউস, নোংরা ফেলার জায়গা, বিছানা ও দরজার হাতলে। স্বাস্থ্যকর্মীদের জুতায় ভাইরাস পাওয়া গেছে।বাতাস পরীক্ষা করেও দেখা গেছে, ভাইরাসের আকার এতোই ক্ষুদ্র যে এটি বাতাসে কয়েকঘণ্টা ভেসে থাকতে পারছে। আর বাতাসে ভেসে বেড়ানোর ক্ষেত্রে আক্রান্তের থেকে ১৩ ফুট দূরত্বের মধ্যেই সেটি ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।
সূত্র: ডেইলি মেইল।