বইমেলা ২০২০
বাংলাদেশ একুশে গ্রন্থ মেলায় পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত দীপক বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ কাব্যগ্রন্থ ফাগুনের দহন।
বইটির মুখবন্ধ
পশ্চিমবঙ্গের কবি দীপক বন্দ্যোপাধ্যায়। তাঁর বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সেই সব কাব্যগ্রন্থ পড়ার সুযোগ আমার হয়নি। তবে ফাগুনের দহনে শীর্ষক কাব্যগ্রন্থের কবিতাগুলো পড়ে আমি মুগ্ধ হয়েছি। তাঁর কবিতার মধ্যে নিজস্ব কণ্ঠস্বর বা কাব্যভাষা স্পষ্ট । তাঁর কাব্যভাষায় গীতলতা খুব একটা প্রশ্রয় পায় না। এক ধরনের নির্মোহতা ও বস্তুনিষ্ঠতা তাঁর কবিতার মৌল সরূপ। অসাধারণ মাত্রাবোধ, সংযম, পরিমিতিবোধ এবং নিয়ন্ত্রিত আবেগ তাঁর কবিতাকে ধ্রুপদী অবয়ব দান করেছে। বিষয়বৈভবে তিনি দুই বাংলাকেই আপন করে নিয়েছেন।যেমন একটি কবিতায় লিখেছেন: ‘ঢাকার একুশের বইমেলায়/নানা রংয়ের সুন্দরী মেয়েরা ফুলের মুকুটে সেজে/ বইয়ের পাতায় নরম আঙুলের ছোঁয়ায়/ টোল পড়া হাসিতে জানান দিচ্ছে বসন্তের’। কিন্তু তাঁর এই বোধ শেষপর্যন্ত বিস্তার লাভ করে বৈশ্বিক অবয়বে। আধুনিক মানুষের যন্ত্রণার আর্তি দীপকের কবিতায় স্পষ্ট এবং এমনকি তিনি প্রেমের কবিতার মধ্যেও সময়ের বিচিত্র বিকার এড়িয়ে যেতে পারেন না। তাঁর কবিতার মধ্যে সময়ের নির্মম ছবি উপলব্ধি করা যায়।
সরকার আব্দুল মান্নান
প্রাবন্ধিক
ঢাকা, বাংলাদেশ