আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
![গৌতম বাড়ই]()
তিমিরের কান্নায় কিছু সোনালী হাসি
করুণ আধখাওয়া ঘোলাটে চাঁদ
তিমির রাত্রির নৌকা আকাশ সমুদ্রে
নীচে অরণ্যের কালো ছাদ তার গভীর মায়াময়
রাতের হা হুতাশ নিস্তব্ধতা
জীবনের আক্ষেপ আড়চোখে দেখা
কিছু রূঢ় বাস্তব।এই কর্কশ জীবন
চাঁদমারী বোয়ালের পেটীতে এন্টিসেপটিক
ঘোষিত কিছু আলতো মণির খাদ্য খাদিম
তেরপল বিছিয়ে হ্যাজাক সম্রাট জন্মনিয়ন্ত্রণ
শেখাতো আর সঙ্গে ওর তৃতীয় বৌ আর
নয় নম্বরের আট কম কামুক ছেলেটা
প্রজাপতির পাখনায় মধু মাখা
মাকড়শা কারবারীর কবিতার ভাষায়
বিমূঢ় শুধু জাতীয় সঙ্গীতের মহড়া
স্বপ্নের বাড়িটা আজ মিশরের পিরামিড
কিংবা বৈকাল হ্রদ
পাশের বাড়িটা সাহারার মরুভূমি
পাড়ার ওপারেই মানস সরোবর
গোল্ডডিগিং (চলো কোদাল চালাই)
গিজগিজে লাশ সব, তিনলাথ খেয়েছিলাম
জনার্দন পূজারী এম.এ. ইন ইংলিশ।
লাশেদের ব্যথা নেই?
বুকের বাম পাশটা ফুলে ফুলে ঢোল।
শর্বরী কাছ থেকে মুখে কাপড় গুঁজে কাঁদছিলো।কান্নার কিছু নেই
আমার মাথার পাশে এই মূহুর্তে
গোল্ডডিগারের কোদাল।ভগবান দাস নাঙ্গা হতে
ভুল করে আমার কাছে।কয়েক ঘন্টা-
আমি আধপোড়া রাত্রি সদ্ব্যবহার করবো
সুবর্ণরেখা তীরে গোল্ডডিগিং-এ
কাল বেলা চারটের আগে।
ছাইছাই হতে লাগবে সময়।
তার আগে শর্বরী তোমার এই বুক ভরী ভরী।
তাল তাল।
তুমি তো স্বর্ণ উৎসব চেয়েছিলে?
জঙ্গল মধুমাস।চাঙ্গাসী।পাশের লোকটির গায়ে
কটুকটু গন্ধ।এতো বদগন্ধ থাকে মানুষের গায়ে?
শালা!কোনোদিন পারফিউম ইউজড করেনি।
গোল্ডডিগারের বাট খুলে গিয়ে
রক্ত গন্ধ পুঁজ লালা শনশন ঘুরছিলো।
কাল রাতেই সব সারা হয়ে যাবে…
মিছে কথার রসাতলে
ভাস্বতীর নাই ফোঁকর
অম্লান চায় তালমিছরি দুলাল
জিভের বাহান্ন কার্ড
টেক্কা গুঁজে রাখে ঠিক যোনীর যামিনীতে।
সিনেফক্সে টোকাটুকি আদাআমের
দুনম্বরী বেজ্জত ঝুটা আমচপ।
টিফিনের সীবন শিল্পম মুনিয়ার ফ্রাই
তন্দুরীর উষ্ণতায় প্রেমদেশ এক বোতল
কঠিন ভোদকা আর বাঁশবাগানের ডেনসিটি
চাঁদনীর চরিত্র হনন কারী ভাম খাম্বাজ।
শীতরাত জাফরীর ফাঁকে পিরামিডের
অতিকাল্পনিক ফিসফাস ইটিদের মনগড়া
গল্পকার।
![গৌতম বাড়ই](https://irabotee.com/wp-content/litespeed/avatar/3b188a54f1e50882c59316bacbdf4faf.jpg?ver=1738552259)
একটা সময় অবধি সায়েন্সের ছাত্র।দূরসঞ্চার বিভাগে কর্মজীবন শুরু টেলিগ্রাফিস্ট হিসেবে। জুনিয়র ইন্জিনিয়ার পদেও কিছু বছর। বর্তমানে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত্ব সংস্থায় (ভারত সরকারের) Accounts Officer হিসেবে কর্মরত।জীবন ও জীবিকার ভাঙ্গাগড়া অনেক দেখেছি।আমার ভেতরে তাই বয়ে চলে সাহিত্য নদীর ধারা অনবরত। বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত অনেক লেখা।এই লেখার টানেই কবিতাকে নিয়ে চলে যাবো নগ্ন নির্জন দ্বীপে—এই আমার শখ।জন্ম থেকে বেড়ে ওঠা শিলিগুড়ি শহরে, বর্তমান কর্মস্থল কলকাতা।