| 3 সেপ্টেম্বর 2024
Categories
খবরিয়া

এবার ভারতে করোনা ভাইরাস

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

করোনা ভাইরাসের আতঙ্কে তটস্থ চীন। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এই আতঙ্ক এবার ভারতেও হানা দিল! চীনের ইউহান বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় পড়ুয়াও এখন এই রোগে আক্রান্ত। সম্প্রতি বাড়ি ফিরেছিলেন এই ছাত্রী। বহুদিন থেকেই জ্বর, সর্দিকাশির সমস্যায় ভুগছিলেন তিনি। তারপর শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। তখন তাঁকে ত্রিশূরের একটি জেনারেল হসপিটালের  ভর্তি করানো হয়। এতদিন সেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই ভর্তি ছিলেন ওই তরুণী। সম্প্রতি সেখান থেকে সরিয়ে তাঁকে ত্রিশূর মেডিকাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। কেরলের স্বাস্থ্য মন্ত্রী কে কে শৈলজা মিডিয়াকে জানিয়েছেন যে রোগীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।  ভারতের সর্বপ্রথম করোনায় আক্রান্ত হওয়ার কেস এটিই।  তবে এর আগেও রাজস্থান, বিহার এবং উত্তরপ্রদেশের বহু মানুষকে এই করোনা ভাইরাস সংক্রমণের সন্দেহে হাসপাতালে ভর্তি করিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শুধু তাই নয়, এই ভাইরাস সংক্রমণের সন্দেহে চীন ফেরত প্রায় ৭৮জন তামিলনাড়ুবাসীকে ঘরবন্দি করা হয়েছিল! তবে এই প্রতিটি ক্ষেত্রেই তাঁদের শরীরে ভাইরাস পাওয়া যায়নি। করোনার দাপটে চীন এখন প্রায় মৃত্যুপুরীতেই পরিণত হয়েছে! মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৯,৬৯২ চীনবাসী! মারা গিয়েছেন প্রায় ২১৩ মানুষ।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত