হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ইরফান খানকে ভর্তি করা হল হাসপাতালে। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ইরফান খান। হঠাৎ করে তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। মঙ্গলবার হঠাৎই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে।
কয়েক বছর আগেই নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়েছিলেন ইরফান খান। আর এরপরেই অভিনয় জগত থেকে বেশ খানিকটা দূরে সরে গিয়েছেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি মা-কে হারিয়েছেন ইরফান। ইরফানের মা সইদা বেগমের বয়স হয়েছিল ৯৫ বছর। শনিবার সকালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয় তার। তিনি থাকতেন রাজস্থানের জয়পুরের বেনিওয়াল কান্তা কৃষ্ণ কলোনিতে।
কিন্তু সারা দেশে লকডাউন চলায় মায়ের কাছে পৌঁছতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সে জানিয়েছিলেন শেষ শ্রদ্ধা।

বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।