জঙ্গিদের গুলিতে শহিদ ৩ সিআরপিএফ জওয়ান
লকডাউনের মধ্যে ফের উপত্য়কায় জঙ্গি হামলা। জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলার হান্দওয়ায়, জঙ্গিদের গুলিতে নিহত কমপক্ষে ৩ সিআরপিএফ জওয়ান। আহত আরও অন্তত ৭ জন।
সোমবার সিআরপিএফ-এর টহলদারি দলের উপর হামলা চালায় জঙ্গিরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। পালটা জবাব দেয় সিআরপিফও। দু’পক্ষের গুলির লড়াইয়ে অন্তত ৩ জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত অতিরিক্ত বাহিনী এসে গোটা এলাকা ঘিরে ফেলেছে। চলছে গুলির লড়াই।
একদিন আগেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে হান্দওয়াড়া। জঙ্গি গতিবিধির খবর পেয়ে শনিবার অভিযানে নামে সেনা-পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিদের হাতে পণবন্দি স্থানীয়দের বাঁচাতে গিয়ে প্রাণ হারান ৫ নিরাপত্তারক্ষী। নিহতদের মধ্য়ে সেনার একজন কর্নেল ও একজন মেজর রয়েছেন। প্রাণ হারান ২ সেনাকর্মী এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক এসআই। গুলির লড়াইয়ে নিহত হয় ২ জঙ্গিও।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হান্দওয়াড়ায় ফের হামলা চালাল জঙ্গিরা।
![ইরাবতী নিউজ ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)
বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।