সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা প্রযোজিত ‘আমেরিকান ফ্যাক্টরি’।
নানা বিতর্কের মধ্যে দিয়ে শেষ হল ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত বছরের মতোই হোস্টের অনুপস্থিতি, সেরা পরিচালকের নমিনেশনে কোনও মহিলার নাম না-থাকা – এ সব নিয়ে নানা কথা হলেও তাতে হলিউডের গ্ল্যামারাস ইভেন্টের জৌলুস এতটুকু কমেনি। উপস্থাপকদের তালিকাটি ছিল চোখ ধাঁধানো। কেনু রিভস, গ্যাল গ্যাদো, পেনিলপি ক্রুজ, জেমস কর্ডেন-সহ হলিউডের তাবড় সেলিব্রিটিরা ঘুরেফিরে দায়িত্ব সামলেছেন। মন কেড়েছে জানেল মোনে ও বিলি পোর্টারের ওপেনিং পারফরম্যান্স।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট এ বছরের অস্কারের আসরে সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো ইংরেজি ভাষা ছাড়া অন্য কোন ভাষায় নির্মিত কোন চলচ্চিত্র শীর্ষ এই পুরস্কারটি পেলো।
রেনে জেলওয়েগার জুডি চলচ্চিত্রে জুডি গার্ল্যান্ডের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন। আর জোকার চলচ্চিত্রে অভিনয়ের জন্য ওয়াকিন ফিনেক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন।
ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড এবং ম্যারিজ স্টোরিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন যথাক্রমে ব্র্যাড পিট এবং লরা ডার্ন।
সব মিলিয়ে চারটি পুরস্কার জিতেছে প্যারাসাইট। আর স্যার স্যাম মেন্ডেসের ‘১৯১৭’ জিতেছে তিনটি।
ধারণা করা হচ্ছিল যে প্রথম বিশ্ব যুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার জিতবে। কিন্তু চলচ্চিত্রটি যেসব পুরস্কার জিতেছে তার সবকটিই কারিগরি ক্যাটাগরিতে।
একনজরে দেখে নেওয়া যাক অস্কারজয়ীদের সম্পূর্ণ তালিকা…
সেরা ছবি – প্যারাসাইট
সেরা পরিচালক – বং জুন হো (প্যারাসাইট)
সেরা অভিনেতা – হোয়াকিন ফিনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী – রেনে জেলওয়েগার (জুডি)
সেরা সহ-অভিনেতা – ব্র্যাড পিট (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড)
সেরা সহ-অভিনেত্রী – লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম– প্যারাসাইট
সেরা সিনেম্যাটোগ্রাফি – রজার ডেকিন্স (১৯১৭)
সেরা এডিটিং – মাইকেল ম্যাককাস্কার এবং অ্যান্ড্রু বাকল্যান্ড (ফোর্ড ভার্সেস ফেরারি)
সেরা অরিজিনাল সং – এলটন জন ও বার্নি তপিন (লাভ মি এগেইন)
সেরা মিউজিক (অরিজিনাল স্কোর) – হিদুর গুয়ানদত্তির (জোকার)
সেরা সাউন্ড মিক্সিং – মার্ক টেলার ও স্টুয়ার্ট উইলসন (১৯১৭)
সেরা সাউন্ড এডিটিং – ডোনাল্ড সিলভেস্টার (ফোর্ড ভার্সেস ফেরারি )
সেরা ডকুমেন্টারি ফিচার – আমেরিকান ফ্যাক্টরি
সেরা ডকুমেন্টারি শর্ট – লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন
সেরা প্রোডাকশন ডিজাইন – ওয়ানস আপন আ টাইম ইন হলিউড
সেরা কস্টিউম ডিজাইন – জ্যাকলিন ডুরান (লিটল উইমেন)
সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে – প্যারাসাইট
সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে – জোজো রাবিট
সেরা অ্যানিমেটেড ফিচরা – টয় স্টোরি ফোর
সেরা অ্যানিমেটেড শর্চ – হেয়ার লাভ
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম – দ্য নেইবারস উইনডো
সেরা কস্টিউম ডিজাইন– লিটল উইমেন
সেরা সাউন্ড এডিটিং – ফোর্ড ভার্সেস ফেরারি
সেরা মেকআপ-হেয়ারস্টাইলিং – বম্বশেল