শিশুতোষ ছড়া
গাঙ শালিকের বিয়ে। অজিতকুমার বন্দ্যোপাধ্যায়
গাঙের ধারে ফিঙের সাথে
গাঙ শালিকের বিয়ে,
ব্যাঙেরা সব বাঁশি বাজায়
সানাই বাজায় টিয়ে।
বাবুই চড়াই বরযাত্রী
একসঙ্গে জুটি,
শালিক ফিঙের বিয়ে দেখে
হেসেই কুটিকুটি।
রাইচরণের খুড়ি। কার্তিকচন্দ্র দাশগুপ্ত
রাইচরণের খুড়ি
ষাট বছরের বুড়ি।
আমড়াতলায় বসে চিবায়
ফুটকড়াই আর মুড়ি।
ফোকলা দাঁতে হেসেই খুন
গায় দিলে সুড়সুড়ি।
উড়কি ধানের মুড়কি। সুনির্মল বসু
উড়কি ধানের মুড়কি
ইঁদুর চারটে গুড় কি?
টিকটিকিটা বানায় বাড়ি,
ফড়িং ভাঙে সুরকি।
মৌমাছিরা মধুর লোভে
যাচ্ছে মধুপুর কি?
খুটুর খুটুর খুট । সুনির্মল বসু
খুটুর খুটুর খুট
দুপুরবেলা ছাতিমডালে
কাঠবেড়ালির ছুট।
লাঠি হাতে খ্যাঁকশেয়ালে
চলছে খুট খুট।
ডাঁশপিঁপড়ে কামড়ে দিল
কুটুস কুটুস কুট।
দিগনগরের বুড়ি। সুখলতা রাও
দিগনগরের বুড়ি এল
তিনটি মেয়ে মুঠোয় ধরে;
একটি সেঁকে, একটি বাড়ে,
একটি ভালো রান্না করে,
মিহি সুতো কাটতে পারে,
ঘরের কাজও করতে পারে;
ও গিন্নি মা, কিনবে নাকি
একটি মেয়ে আদর করে?